Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লকডাউনে নিয়ম অমান্য করায় গ্রেফতার অভিনেত্রী পুনম পান্ডে

Updated :  Monday, May 11, 2020 11:51 AM

স্টাফ রিপোর্টার: অভিনেত্রী পুনম পান্ডে, অশালীন আচরনে মাঝে মাঝেই যার নাম ইন্টারনেটে উঠে আসে। এবার তার বিরুদ্ধে
ভারতীয় দণ্ডবিধির ১৮৮ এবং ২৬৯ ধারায় অভিযোগ দায়ের হল। দেশজুড়ে লকডাউন, খুব প্রয়োজন ছাড়া বেরোনো নিষেধ, কিন্তু লকডাউনের সেই নিয়ম ভেঙে মুম্বাইয়ের রাস্তায় দেখা গেল অভিনেত্রী পুনম পান্ডে এবং তাঁর বন্ধু শ্যাম আহমেদকে।

লকডাউন চলাকালীন নিয়ম ভেঙে রবিবার রাতে রাস্তায় বেরনোর অভিযোগে গ্রেফতার করা হল অভিনেত্রী এবং তার বন্ধুকে। লকডাউনের মধ্যে কেন তারা রাস্তায় বেরিয়েছেন জানতে চাইলে তাঁদের থেকে কোনো যুক্তিপূর্ণ উত্তর পাওয়া যায়নি। কারণ ছাড়া তাদের নিয়ম ভেঙ্গে রাস্তায় বের হওয়ার কারনে অভিনেত্রী এবং তাঁর বন্ধুকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কয়েকমাস আগে পুনম পান্ডে শিল্পা শেট্টি স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, বিজ্ঞাপন বাবাদ রাজ কুন্দ্রার সংস্থার সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী নির্দািষ্ট অর্থ সে পায়নি এই অভিযোগে।সেই সময় ইন্টারনেটে উঠে আসে সেই ঘটনা।

রবিবার রাত ৮টা নাগাদ পুনম পান্ডেকে গ্রেফতার করা হয়। পুলিশ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের করার পাশাপাশি অভিনেত্রীর গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।