দিল্লি হিংসা মামলায় গ্রেফতার হলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন সদস্য উমর খালিদ। দিল্লি পুলিশের দাবি সিএএ বিরোধী আন্দোলনের সময় শাহিনবাগে দাঁড়িয়ে উস্কানিমূলক মন্তব্য করেন উমর খালিদ, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে থাকাকালীন রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখাতিন্দশুরু করে।ও দিল্লিবাসীকে ইন্ধন জোগান উমরই। উল্লেখ্য, উত্তর-পূর্ব দিল্লির গোষ্ঠী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে রবিবার রাতে দিল্লি পুলিশ ‘বেআইনি কার্যকলাপ নিরোধক আইনে’ উমরকে গ্রেফতার করে। ওই গোষ্ঠী সংঘাতে অর্থাৎ গত ফেব্রুয়ারি মাসের ২৩ থেকে ২৬ তারিখের মধ্যে উত্তর পূর্ব দিল্লির গোষ্ঠী সংঘর্ষে ৫৩ জনের মৃত্যু হয় এবং ৫৮১ জন আহত হন। মৃত ও আহত ব্যক্তিদের মধ্যে ৯৭ জনের শরীরে বন্দুকের গুলির ক্ষতও ছিল।
Activist and former JNU student Umar Khalid arrested by special cell in connection with his alleged role in the violence of Northeast Delhi: Delhi Police (File pic) pic.twitter.com/LIwLZ8ypjg
— ANI (@ANI) September 13, 2020
এরপর আচমকা বি টাউনের অভিনেত্রী স্বরা ভাস্কর, উমর খালিদ গ্রেফতার হওয়ার কারণে সরকারের দিকে আঙ্গুল তলেন এবং সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে উমরের হয়ে সরব হন। এরপরেই নেটিজেন স্বরার উপর ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের মধ্যে থেকে একজন বলেন, “জেএনইউয়ের প্রাক্তন ওই ছা্ত্রের উপর যদি স্বরার এত ভালবাসা থাকে, তাহলে তিনও যেন জেলে চলে যান।”
রইল স্বরার সেই পোস্ট……
#FreeUmarKhalid #ScrapUAPA pic.twitter.com/GbyH7LSPCD
— Swara Bhasker (@ReallySwara) September 14, 2020