নিউজপলিটিক্সরাজ্য

‘মমতার পায়ের এক্স-রে রিপোর্ট প্রকাশ করা হোক’, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের

অধীর রঞ্জন চৌধুরী হুইলচেয়ারে করে মমতার জেলা সফরকে সহানুভূতি পাওয়ার উপায় বলে ব্যাখ্যা করেছেন

Advertisement

একুশে বিধানসভা নির্বাচনের আগে বাংলার মুখ্যমন্ত্রীর পায়ে চোট খবরের শিরোনামে উঠে এসেছে বারংবার। পায়ে চোট নিয়ে মুখ্যমন্ত্রী বর্তমানে হুইল চেয়ারে বসে জেলা সফর করছেন। তবে বিরোধীরা বারংবার মুখ্যমন্ত্রীর পায়ে চোট নিয়ে বিদ্রুপ করেছেন এবং পুরোটাই নির্বাচনী নাটক বলে অভিহিত করেছেন। বিজেপি নেতারা একের পর এক সব ঘটনাকে সাজানো ও ভণ্ডামী বলে অভিহিত করেছে। তবে এবার মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগা নিয়ে মুখ খুললেন জোট সংগঠনের সদস্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

অধীর রঞ্জন চৌধুরী এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “নির্বাচনের আগে হুইলচেয়ারে প্রচার করতে নেমে মমতা বন্দোপাধ্যায় সাধারণ মানুষের কাছ থেকে সহানুভূতি আদায় করার চেষ্টা করছে। প্রথমে তো মুখ্যমন্ত্রী বলেছিল যে তাকে খুনের চক্রান্ত করা হচ্ছে। পরে আবার বলেছে যে তাকে ধাক্কা দেওয়া হয়েছে। হামলা ধাক্কায় রূপান্তরিত ২৪ ঘন্টা সময় লাগেনি। এর থেকে বোঝা যাচ্ছে মমতা সব নাটক করছে। হাসপাতাল থেকে একদিনের মধ্যে ছুটি নেয়ার সময় বোঝা গেছিল যে সবই সাজানো ঘটনা।” এছাড়াও এদিন অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছেন যে মুখ্যমন্ত্রীর যদি সত্যিই পায়ে লেগে থাকে তাহলে তার এক্সরে রিপোর্ট জণমাধ্যমে প্রকাশ করা হোক।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ অর্থাৎ মঙ্গলবার সকালে মালদহ দক্ষিণের কংগ্রেস নেতা ডালুবাবু সম্পূর্ণ ভিন্ন মতবাদ করে বঙ্গ রাজনীতিকে তীব্র জল্পনা-কল্পনা সৃষ্টি করেছিল। তিনি বলেছিলেন, “ভোটের পর দরকার পড়লে কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে।” এই বিতর্কের প্রসঙ্গ উঠলে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “ডালু বাবু কি বলেছে তা আমি জানিনা। নির্বাচনে কি ফল হবে তাও আমি জানিনা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা বিজেপিতে পালিয়ে যাচ্ছে। আমরা বাম কংগ্রেস জোট তৃতীয় শক্তি হিসেবে বাংলা দখল করব।”

Related Articles

Back to top button