সুরজিৎ দাস: রশিদ খানের মুকুটে যোগ হলো নয়া পালক চলতি চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস করেই রেকর্ডের পাতায় ঠাঁই করে নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। এই লেগ স্পিনারই এখন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক। বাংলাদেশ সফরের একমাত্র টেস্টে বৃহস্পতিবার চট্টগ্রামে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ম্যাচের ফল যাই হোক, টসে এসেই বিরল এক রেকর্ড নিজের করে নিয়েছেন রশিদ। টেস্ট অধিনায়কত্বে অভিষেকের দিন রশিদের বয়স ২০ বছর ৩৫০ দিন। সবচেয়ে কম বয়সে টেস্টে নেতৃত্ব দেওয়া ক্রিকেটার ছিলেন জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবু।
২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হারারে টেস্টে টস করার দিন টাইবুর বয়স ছিল ২০ বছর ৩৫৮ দিন। টাইবুর আগে দীর্ঘদিন রেকর্ডটি ছিল ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির দখলে। ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন পতৌদির নেতৃত্বের যাত্রা শুরু হয়েছিল ২১ বছর ৭৭ দিন বয়সে। ১৯৬২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউন টেস্টে রেকর্ডটি গড়েছিলেন তিনি। ৪২ বছর পর পতৌদির রেকর্ড ভেঙেছিলেন টাইবু তার ১৫ বছর পর নতুন রেকর্ড গড়লেন রশিদ।