Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

MS Dhoni: আফগান ক্রিকেটারের জন্য বিশেষ উপহার পাঠালেন ধোনি! আনন্দে আত্মহারা নাইট ওপেনার

Updated :  Wednesday, June 21, 2023 6:55 PM

এ যেন চাই আগেই হতে স্বর্গরাজ্য পাওয়া। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে আফগানিস্তানের তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে। নিজের গুরুর কাছ থেকে বিশেষ উপহার পেলেন তিনি। যার ছবি ইতিমধ্যে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আফগানিস্তানের এই তরুণ ক্রিকেটার। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির স্বাক্ষর করা ‘৭নং’ জার্সি হাতে বসে রয়েছেন তিনি। সাথে ছোট্ট ক্যাপশনে রহমানুল্লাহ গুরবাজ লিখেছেন,’সুদূর ভারত থেকে বিশেষ উপহার পাঠানোর জন্য ধন্যবাদ (মহেন্দ্র সিং ধোনি) স্যার।’ পাশাপাশি একটি ভালবাসার ইমোজি যুক্ত করেছেন রহমানুল্লাহ গুরবাজ।

তবে বিষয়টি কি? কেন মহেন্দ্র সিং ধোনি হঠাৎ করে আফগান তরুণ ক্রিকেটারকে নিজের জার্সি উপহার দিলেন? নিঃসন্দেহে এমন প্রশ্ন জেগেছে আপনার মনে? চলুন বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-

আইপিএলের মেগা আসর শেষ হয়েছে ২০ দিন আগে। বর্তমানে সমস্ত ক্রিকেটাররা ভারত ত্যাগ করে নিজের দেশে প্রত্যাবর্তন করেছেন। আর নিজের দেশে বসেই মহেন্দ্র সিং ধোনির নিকট থেকে বিশেষ উপহারটি পেয়েছেন আফগানিস্তানের বছর একুশের এই ক্রিকেটার। আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি বছর আইপিএলে ৫০ লাখ টাকার বিনিময়ে কলকাতা শিবিরে খেলার সুযোগ পেয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। যেখানে দুটি অর্ধশত রানের ইনিংস সহ সর্বমোট ২২৭ রান করেন তিনি।

২০২৩ আইপিএলে মাঠে নামার পূর্বে রহমানুল্লাহ গুরবাজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,’পৃথিবীতে মহেন্দ্র সিং ধোনি এবং এবি ডিভিলিয়ার্স আমার আইডল। ছোটবেলা থেকে এই দুইজনের খেলা দেখে বারবার ক্রিকেটার হওয়ার স্বপ্ন জেগেছে আমার মনে। তবে এবি ডিভিলিয়ার্সের সঙ্গে খেলার সৌভাগ্য না ঘটলেও আমি খুশি এই ভেবে যে, মহেন্দ্র সিং ধোনির সাথে খেলতে পেরেছি। আমার আইডলের সাথে আমি খেলতে পেরেছি।’