IPL 2023: LG-কে হারিয়ে নবীন-উল-হককে ট্রোল করলেন MI-র খেলোয়াড়রা! পরে করা হল পোস্ট ডিলিট

দুর্ভাগ্য যেন কিছুতেই পিছন ছাড়া হচ্ছে না আফগানিস্তানের তারকা ক্রিকেটার নবীন-উল-হককের। চলতি আইপিএলের রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সাথে সংঘর্ষে জড়ানোর পর থেকে বারবার সোশ্যাল মিডিয়া থেকে শুরু…

Avatar

দুর্ভাগ্য যেন কিছুতেই পিছন ছাড়া হচ্ছে না আফগানিস্তানের তারকা ক্রিকেটার নবীন-উল-হককের। চলতি আইপিএলের রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সাথে সংঘর্ষে জড়ানোর পর থেকে বারবার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খেলার মাঠে ট্রোল হচ্ছেন এই আফগানি ক্রিকেটার। আমরা আপনাদের জানিয়ে রাখি, গ্রুপ পর্যায়ে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলির সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন নবীন-উল-হক। এরপর থেকে তিনি যে মাঠেই খেলতে গেছেন সেখানেই হয়েছেন চরম অপমানিত।

গতকাল আইপিএলের এলিমেন্টর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নেমেছিল লখনউ সুপার জায়েন্টস। মরণ-বাঁচনের সেই ম্যাচে মুম্বাইয়ের কাছে একপ্রকার লজ্জাজনক ভাবে হার স্বীকার করে লখনউ। তবে ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেন আফগানিস্তানের তরুণ ক্রিকেটার নবীন-উল-হক। বল হাতে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হতে অপরাজিত অবস্থায় মাঠ ত্যাগ করে তিনি। কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেও ক্রিকেটপ্রেমীদের ট্রোলের হাত থেকে রক্ষা পাননি তিনি। তাকে দেখে মাত্রই স্টেডিয়াম থেকে ক্রিকেটপ্রেমীরা কোহলি-কোহলি বলে চিৎকার করতে শুরু করেন।

তবে এবার ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি ক্রিকেটারদের দ্বারা ট্রোল হলেন তিনি। গতকাল এলিমেন্টর ম্যাচে লখনউ সুপার জায়েন্টসকে হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড় সন্দীপ ওয়ারিয়ার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘আম’-এর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন যাতে তাঁর সঙ্গে অন্য দুই খেলোয়াড় বিষ্ণু বিনোদ এবং কুমার কার্তিকেয়কে বসে থাকতে দেখা যাচ্ছে। টেবিলের উপর তিনটি আম নিয়ে নানা রকম অঙ্গভঙ্গিতে রয়েছেন ওই তিন ক্রিকেটার। সেটি যে ওই আফগান ক্রিকেটারের ট্রোল করার উদ্দেশ্যে করেছেন তা বুঝতে বাকি নেই কারোর। আমরা আপনাদের জানিয়ে রাখি, নবীন-উল-হক উইকেট নেওয়ার পর সাধারণত ওই ভাবেই সেলিব্রেশন করেন।