রিয়ার এফআইআর-এর পর পাল্টা আক্রমন করলেন সুশান্তের দিদি প্রিয়াঙ্কা

সিবিআই ও এনসিবি-র জেরার মুখে রিয়া চক্রবর্তী মাদক ব্যবহারের কথা স্বীকার করে নিলেও, পাল্টা অভিযোগ দায়ের করেন সুশান্তের দুই দিদির বিরুদ্ধে। মূলত জাল প্রেসক্রিপশন ও ওষুধের প্রয়োগ সংক্রান্ত ব্যপার নিয়েই…

Avatar

সিবিআই ও এনসিবি-র জেরার মুখে রিয়া চক্রবর্তী মাদক ব্যবহারের কথা স্বীকার করে নিলেও, পাল্টা অভিযোগ দায়ের করেন সুশান্তের দুই দিদির বিরুদ্ধে। মূলত জাল প্রেসক্রিপশন ও ওষুধের প্রয়োগ সংক্রান্ত ব্যপার নিয়েই এফআইআর দায়ের করেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। প্রিয়াঙ্কা সিংহ এবং তাঁর বন্ধু চিকিতসকের (তরুণ কুমার) বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। মুম্বইয়ের ব্যান্দ্রা থানায় ৪২০, ৪৬৪,৪৬, ৪৬৬,৪৬৮,৪৭৪,৩০৬, ১২০-র বি এবং ৩৪-এর ধারায় দায়ের করা হয়েছে বলে অভিযোগ। ঠিক এরপরেই সুশান্তের দিদি জানান, ‘কোনও কিছু আমাদের মনোবল ভাঙতে পারবে না’। এমনকি রিয়ার বিরুদ্ধে আদালতে দারাস্থ হতে চলেছে সুশান্তের পরিবার।

প্রসঙ্গত, সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিংয়ের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসে। যেখানে সুশান্তকে মানসিক অবসাদ কাটানোর জন্য লিব্রিয়াম, নেক্সিটোর মতো একাধিক ওষুধ খাওয়ার পরামর্শ দেন প্রিয়াঙ্কা। রিয়া অভিযোগ করেন, প্রিয়াঙ্কা যে ওষুধগুলি খাওয়ার পরামর্শ সুশান্তকে দেন, সেগুলি ভুয়ো। কিন্তু সুশান্ত তাঁর দিদির ওষুধই সেবন করবেন এবং এই নিয়ে শুরু হয় অশান্তি, যার জেরে গত ৮ই জুন সুশান্তের বাড়ি ছাড়েন রিয়া চক্রবর্তী। এরপরেই সিবিআই-এর তদন্তে উঠে আসে মাদক সংযোগের যোগ। জেরায় উঠে আসে একের পর এক মাদক পাচারকারীর নাম। এমনকি বেশ কিছু উচ্চ সারির বলিউড সেলেবদের নামের তালিকাও হাতে আসে সিবিআই-এর। যদিও ওই নামের তালিকা এখনও পর্যন্ত প্রকাশ করেননি সিবিআই-এর আধিকারিকরা।