নিউজপলিটিক্সরাজ্য

মন্ত্রীসভার বৈঠকে অনুপস্থিত ৪ জন মন্ত্রী, রাজীবকে নিয়ে জল্পনা তুঙ্গে

Advertisement

রাজ্যসভার বৈঠকে এই দিন অনুপস্থিত ছিলেন চার মন্ত্রী। সেই চার জন মন্ত্রী হলেন শাসক শিবিরের রাজীব বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ সিনহা গৌতম দেব এবং রবীন্দ্রনাথ ঘোষ। অত্যন্ত জরুরি ছিল আজকের বৈঠক। সেই বৈঠকে অনুপস্থিত থাকায় রাজনৈতিক মহলে জল্পনা উঠেছে তুঙ্গে৷ আগাম দেওয়া হয়েছিল খবর। তবু অনুপস্থিতি এই চার মন্ত্রী। কেন অনুপস্থিত? উঠেছে সেই প্রশ্ন। যদিও এই অনুপস্থিতির পেছনে কোনও কারণ নেই বলে দাবি করেছে রাজ্যের শাসক শিবির।

প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর সাথে হেভিওয়েট নেতা এই দিন যোগদান করেছেন গেরুয়া শিবিরে। সেই সময় বিজেপি নেতৃত্বের দাবি করেছিল, “এটা তো কেবল ট্রেলার, ছবি এখনো বাকি”। সেইসময়ই ক্যাবিনেট বৈঠকে হাজির ছিলেন না ৪ জন মন্ত্রী। যার ফলে উঠে এসেছে বিজেপি দলে যোগদানের ইঙ্গিত। তবে কি শুভেন্দুর সাথে দল পরিবর্তন করতে চলেছেন তারা? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। সম্প্রতি বেসুরো হতে দেখা গিয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায় কে। সেখানে তিনি একের পর তোগ দেগেছিলেন দলের উদ্দেশ্যে। তারপরই দলের তরফ থেকে শুরু হয়েছিল মান ভাঙানোর পালা। সেই সময় সোমবার দ্বিতীয় দফার বৈঠক হয়।

কিন্তু তারপরেও আজকের ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। কেন আজকের বৈঠকে অনুপস্থিত রাজীব? ধরেননি তিনি দলের ফোনও। আর সেখানেই ডানা বেঁধেছে জল্পনা। বলা বাহুল্য, “আগামী ১২ তারিখ বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আবারও কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, এই দিনই হাওড়ায় জনসভা করতে পারেন তিনি।

তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করা না গেলেও মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন,”এর পিছনে জল্পনার কোনও বিষয়ই নেই। আমি তৃণমূলেই আছি এবং থাকবও। আগামী ২৯ তারিখ বোলপুরে আসছেন মুখ্যমন্ত্রী। তার প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছি আমি। তাই বৈঠকে থাকতে পারিনি।” অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণে এইদিন ছিলেন না দুই মন্ত্রী গৌতমদেব এবং রবীন্দ্রনাথ ঘোষ। শারীরিক কারণে আজকের বৈঠকে আসতে পারেননি বলে জানা গিয়েছে। এরা প্রত্যেকেই বৈঠক তাদের অনুপস্থিত থাকার কথা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, খবর তৃণমূল সূত্রের।

Related Articles

Back to top button