ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নতুন বছরের আগে Airtel গ্রাহকদের দিলো একটা দারুন অফার, এবারে বিনামূল্যে দেখুন নেটফ্লিক্স এই প্ল্যানের সাথে

Airtel সম্প্রতি তাদের গ্রাহকদের জন্য একটি প্ল্যান নিয়ে হাজির হয়েছে যেখানে আপনি নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পেয়ে যাবেন

Advertisement

নতুন বছর শুরু হওয়ার আগে এবারে এয়ারটেল তার গ্রাহকদের একটি বড় উপহার দিয়েছে। প্রথমবার, Airtel Netflix সাবস্ক্রিপশন সহ একটি প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে। এটি কোম্পানির প্রথম প্রিপেইড প্ল্যান যাতে Netflix নামের OTT প্ল্যাটফর্মের পরিষেবা একেবারে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এর আগে, যদিও শুধুমাত্র হটস্টারের ফ্রি পরিষেবা যুক্ত প্ল্যানই গ্রাহকদের জন্য নিয়ে আসত কোম্পানিটি। Airtel-এর এই প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটাও পাওয়া যাচ্ছে। অন্যদিকে, Airtel-এর এই নতুন প্ল্যানটি মাত্র ১,৪৯৯ টাকার। চলুন দেখে নেওয়া যাক এই প্ল্যানের ব্যাপারে বিস্তারিত।

Airtel ১৪৯৯ টাকার প্ল্যান

Airtel সম্প্রতি একটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে যা Netflix সাবস্ক্রিপশন সহ আসছে। এয়ারটেলের নতুন ১৪৯৯ টাকার রিচার্জে আনলিমিটেড ভয়েস কল সহ প্রতিদিন ৩ জিবি পর্যন্ত 4G ডেটা পাচ্ছেন গ্রাহকরা। এই প্ল্যানটি ৮৪ দিনের জন্য বৈধ থাকবে। পাশাপাশি এই প্ল্যানের সঙ্গে আনলিমিটেড 5G ডেটা আসছে।

Netflix পরিষেবা একসাথে আসছে

১৪৯৯ টাকার প্ল্যানের সবথেকে আকর্ষণীয় বিষয়টি হল Netflix বেসিক প্ল্যানের সাবস্ক্রিপশন। প্ল্যানের বৈধতা ৮৪ দিনের জন্য এবং একইসাথে এই Netflix প্ল্যানের বৈধতাও একই অর্থাৎ ৮৪ দিন। এটি হল Netflix বেসিক প্ল্যান যেখানে আপনি একবারে শুধুমাত্র একটি ডিভাইসে লগইন করতে পারবেন। এর মাধ্যমে আপনি ৭২০p এ কন্টেন্ট স্ট্রিম করতে পারবেন। এছাড়াও, Airtel Hello Tunes সেটআপ করার সুযোগও আপনি পাচ্ছেন। Airtel-এর এই ১৪৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি Airtel-এর ওয়েবসাইট, Airtel Thanks অ্যাপের পাশাপাশি Google Pay, PhonePe ইত্যাদির মতো থার্ড-পার্টি পেমেন্ট অ্যাপ থেকেও কেনা যাবে।

Related Articles

Back to top button