সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে যে যুবতীকে দেখা গিয়েছে তিনি একজন ডিজিটাল ক্রিকেটার। কলকাতার বাসিন্দা ডরি। সোশ্যাল মিডিয়ার পাতায় নিজেকে ডিজিটাল ক্রিয়েটর হিসাবেই সম্বোধন করেছেন তিনি। এদিন কালো স্পোর্টস ব্রা ও কালো শিফনেই দেখা গিয়েছিল তাকে। খোলা চুলে কোমর ফ্লন্ট করেছিলেন তিনি। এদিন বলিউডের হিট আইটেম নম্বর ‘আইলা রে আইলা’র তালেই দেখা গিয়েছিল তাকে। তিনি যে এই ধরনের রিল ভিডিও বানাতে যথেষ্ট সাবলীল ক্যামেরার সামনে, তা তাকে দেখেই স্পষ্ট হয়। নেটজনতার একাংশের মাঝে নিজের প্রতিভার সূত্র ধরেই পৌঁছে গিয়েছেন তিনি। বর্তমান প্রজন্মের একাংশের মাঝে তিনি নেহতই অপরিচিত নন, তা তার ফলোয়ার্সের সংখ্যার দিকে চোখ রাখলেই বোধগম্য হবে।
Aila re Aila, কালো পাতলা শিফন শাড়িতে জোরালো নাচ এই সুন্দরীর, মানুষও বেশ উপভোগ করল
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান…

আরও পড়ুন