এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকে দেখা গিয়েছে বিজেপির হয়ে কাজ করতে। এভাবেই এইবার বিহার ভোটে তারা জিতেছেন ৫টি আসন। এইবার তাদের গন্তব্য পশ্চিমবঙ্গ। বিহারে তিনি সাহায্য করেছেন বিজেপিকে জিততে। এইবার বাংলায় তারা লড়বেন বলে ঘোষণা করে দিলেন তিনি। তবে তাদের বিপক্ষে এইবার মুখ খুলতে দেখা গেল উর্দু কবি মুনব্বর রানাকে।
সম্প্রতি এয়াইএমাইএম দাবি করেছে, গত তিন বছরে বেশ কিছু সংগঠন তৈরি করেছে তারা। মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুরে অনেকটাই জনপ্রিয়তা বেড়েছে এআইএমআইএমের। সংগঠন তৈরি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়াতে ও।
কিন্তু এই বিষয়ে কবি বলেন,”ওয়েইসি মুসলিমদের পক্ষে কথা বললেও তার দল বিজেপিকে সাহায্য করেছে। তাদের জন্যই বিহারে ২২ টি বাসনে জিতেছে বিজেপি। একই কৌশলে তারা বিজেপিকে সাহায্য করবে বাংলা ভোটেও”।
অন্যদিকে দলের মুখপত্র অসীম ওয়াকার বলেন,”এইবার আমাদের লক্ষ বাংলা। আমরা বিধানসভা ভোটে পার্থী দেব। তিনি বছর ধরে সেই কারণেই রাজ্যে পরিশ্রম করেছি আমরা। কেবল নেতাদের নাম ঘোষণা বাকি মাত্র। ভোট লড়ার জন্য সংগঠন আমাদের তৈরি।” ভোটের বিষয়ে তারা আরও বলেন,”আমরা বিজেপির পক্ষে নই। আমাদের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে। নয় বিহারের মতো একাই লড়াই করব আমরা।”
৪ টি আসন জিতেছে এআইএমআইএম। বিশেষজ্ঞদের মতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এআইএমআইএম। এবিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন,”এআইএমআইএম মুসলিম দল হিসেবে পরিচিত। আর সেই ক্ষমতা নিয়েই তারা সাহায্য করতে চায় বিজেপিকে। কিন্তু বাংলায় কিছুই করতে পারবেন না তারা।”