মাত্র ১১ টাকায় পেয়ে যান ১০ জিবি ইন্টারনেট, Jio-র এই নতুন প্ল্যান চমকে দিল বিশ্বকে
আপনি যদি জিও ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই দারুন খবর
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এটা দারুন খবর নিয়ে এলো রিলায়েন্স জিও। এবারে সস্তায় প্রচুর ইন্টারনেট ব্যবহারকারীদের অফার করতে শুরু করেছে রিলায়েন্স। যত খুশি সিনেমা দেখা ভিডিও কল করা যাবে এই নতুন প্ল্যান দিয়ে রিচার্জ করলে। পাশাপাশি ডেইলি ডেটার কোটা নিয়ে খেয়াল রাখার কোনরকম কোন সম্ভাবনা নেই কারণ এখানে আপনারা প্রতিদিন প্রচুর ইন্টারনেট পেয়ে যাবেন যা আপনার কাছে রীতিমতো আনলিমিটেড মনে হতে পারে। এই নতুন প্ল্যানে এই মাত্র ১১ টাকায় আপনারা পেয়ে যাবেন ১০ জিবি ইন্টারনেট। ডাটার দিক থেকে জিওর এই প্লেন এই মুহূর্তে সবথেকে সস্তা। এখানে কোম্পানি আপনাকে ফোরজি ইন্টারনেট অফার করছে। ইউজার ইন্টারনেট ব্রাউজিং করে, সিনেমা দেখে অথবা হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে এই ইন্টারনেট ব্যবহার করতে পারেন। বলতে গেলে এই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বিশেষ কোনো লিমিট নেই।
জিও-এর ১১ টাকায় ১০ জিবি ৪ জি ডেটা প্ল্যান
এই নতুন প্ল্যান গ্রাহকরা ব্যবহার করতে পারবেন তাদের রেগুলার প্ল্যান এর সঙ্গে। ডেইলি ডেটা লিমিট যদি কারো শেষ হয়ে যায় তাহলে এই প্ল্যান দিয়ে রিচার্জ করা যেতে পারে। ইন্টারনেট কলিং এবং ব্রাউজিংয়ের জন্য আপনি ব্যবহার করতে পারেন এই ইন্টারনেট। সিনেমা দেখা বা যেকোনো কিছু ডাউনলোড করার ক্ষেত্রেও আপনারা এই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। জিওর এই প্লানের মেয়াদ ১ ঘন্টা পর্যন্ত থাকতে চলেছে। এক ঘণ্টার মধ্যে আপনাকে ১০ জিবি ইন্টারনেট শেষ করতে হবে। যারা বড় ফাইল বা সিনেমা ডাউনলোড করতে চাইছেন এবং সার্ভার খুব ভালো রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা দারুন উপায় হতে পারে। সাধারণত ১ জিবি ডেটার জন্য যেখানে ১২ থেকে ১৫ টাকা খরচ করতে হয়, সেখানে আপনারা ১১ টাকায় ১০ জিবি ইন্টারনেট পেয়ে যাচ্ছেন।
ভয়েস কল করা যাবে না
জিওর এই নতুন রিচার্জ প্লানে আপনারা শুধুমাত্র ইন্টারনেট সার্ভিস পাবেন। কোনরকম ভয়েস কল করার অপশন কিন্তু আপনাদের কাছে থাকছে না। তবে ইউজাররা হোয়াটসঅ্যাপ কলিং বা মেসেজ করতে পারবেন। পাশাপাশি যারা বেস প্ল্যান শেষ করে ফেলেছেন তারা কিন্তু এটা রিচার্জ করতে পারবেন। সহজ কথায় বললে, এখানে কিন্তু রিচার্জ করার জন্য কোন রকম বেস প্লানের প্রয়োজন নেই। শুধু তাই নয় বর্তমানে কোন প্ল্যান চললেও অনায়াসে এটা আপনি ব্যবহার করতে পারবেন। কোন রকম কোন অসুবিধা হবে না আপনার। প্রিপেড এবং পোস্টপেইড সবেতে এটা ব্যবহার করা যাবে। পাশাপাশি, এর সবথেকে বড় সুবিধা হল মাই জিও অ্যাপ অথবা জিও ওয়েবসাইট থেকে আপনারা এই প্ল্যান রিচার্জ করতে পারবেন।
অন্য কোম্পানিগুলোও দিচ্ছে একই রকম অফার
Jio কোম্পানির মূল প্রতিযোগী এয়ারটেল এবং bsnl একই রকম অফার দিতে শুরু করেছে তাদের গ্রাহকদের। এয়ারটেল কোম্পানিটি একটি প্ল্যান চালু করেছে যেখানে ১১ টাকায় আপনারা ১০ gb ইন্টারনেট পেয়ে যাচ্ছেন এক ঘন্টার বৈধতার সাথে। এয়ারটেলের এই প্ল্যান তাদের জন্য খুব ভালো যারা কোন অ্যাপ আপডেট করতে অথবা কোন বড় আপডেট করতে যাচ্ছেন ফোনে। অন্যদিকে বিএসএনএল আরো একটি নতুন অফার চালু করেছে তাদের গ্রাহকদের জন্য, যেখানে ১৬ টাকা একটি ছোট ডাটা প্যাক অফার করা হচ্ছে। এখানে আপনারা একদিনের জন্য ২ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন। তবে ইন্টারনেটের পরিমাণ কম হলেও, এটা কিন্তু একদিনের জন্য বৈধ থাকবে। একই দামে জিও এবং এয়ারটেল আপনাকে কিন্তু এক ঘন্টার বৈধতা দিচ্ছে। তাই, বিএসএনএল এর ইন্টারনেট ব্যবহার করার সম্ভাবনা আপনার অনেক বেশি। তবে যদি আপনার কোন বড় আপডেট এসে থাকে ফোনে, এক্ষেত্রে কিন্তু আপনাকে এই ধরনের ডেটা প্যাক নিয়েই আপডেট করতে হবে, কারণ আজকালকার দিনে অ্যান্ড্রয়েড অথবা আইওএস আপডেট প্রায় ৫ জিবির কাছাকাছি চলে যায়। অন্যদিকে, সমস্ত সার্ভিস প্রোভাইডাররা সর্বাধিক ৩ জিবি করে ইন্টারনেট প্রোভাইড করে থাকেন।