ভারতের অত্যন্ত জনপ্রিয় টেলিকম কোম্পানি এয়ারটেল তাদের গ্রাহকের জন্য নিয়ে এসেছে একটা দারুন রিচার্জ প্ল্যান। এয়ারটেল তার এই নতুন প্লানে গ্রাহকের Disney+Hotstar এর সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে দিতে চলেছে। এর আগে জিও নতুন বছরের জন্য একটা আকর্ষণীয় প্ল্যান লঞ্চ করেছিল। দীর্ঘ ভ্যালিডিটি সহ ২০২৫ টাকার মতন প্ল্যান চালু করেছিল রিলায়েন্স জিও। এই প্ল্যানে গ্রাহকরা ২০০ দিনের জন্য দারুন বেনিফিট পেয়ে যাচ্ছেন। তবে এবার, গ্রাহকদের আকৃষ্ট করতে নতুন প্ল্যান নিয়ে এলো এয়ারটেল।
জুলাই মাসে রিচার্জ প্ল্যান এর দাম বৃদ্ধি করার পর থেকে অনেকেই জিও এবং এয়ারটেল ছেড়ে দিয়ে বিএসএনএল সিম ব্যবহার করতে শুরু করেছেন। সেই কারণে এবারে গ্রাহকদের আকৃষ্ট করতে আকর্ষণীয় প্ল্যান অফার করতে শুরু করেছে জিও এবং এয়ারটেল। এখন জেনে নেওয়া যাক এয়ারটেলের এই নতুন প্ল্যান এর ব্যাপারে সবকিছু।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএয়ারটেলের ৩৯৮ টাকার নতুন রিচার্জ প্ল্যান
এটি হতে চলেছে এয়ারটেলের একটি নতুন প্রিপেড প্ল্যান, যার দাম রাখা হয়েছে মাত্র ৩৯৮ টাকা। এখানে গ্রাহকরা আনলিমিটেড কলিং পেয়ে যাবেন যে কোন নেটওয়ার্কে। এছাড়াও প্রতিদিন হাই স্পিড ২ জিবি করে ইন্টারনেট পাওয়া যাবে। পাশাপাশি যদি এই প্ল্যান রিচার্জ করেন তাহলে আপনারা প্রতিদিন 5G ইন্টারনেট আনলিমিটেড ব্যবহার করতে পারেন।
এর পাশাপাশি এয়ারটেল তার নতুন প্ল্যানে প্রতিদিন ১০০ করে এসএমএস করার সুবিধা দিচ্ছে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি রাখা হয়েছে ২৮ দিন। এখানে গ্রাহকরা ডিজনি প্লাস হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশন পেয়ে যাবেন ২৮ দিনের জন্য। সঙ্গেই গ্রাহকরা উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন একেবারে বিনামূল্য।