আর ৩৫ টাকা নয়, Airtel-এ ন্যূনতম রিচার্জ করতে হবে ৪৫ টাকা
রবিবার থেকে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী এয়ারটেল গ্রাহকদের রিচার্জ মূল্য বৃদ্ধি পেল। আগে যেখানে ৩৫ টাকা রিচার্জ করতে হত এখন তা বেড়ে হয়েছে ৪৫ টাকা। গত বছরের নভেম্বরে প্রথম সারির টেলিকম সংস্থা ২৮ দিনে ন্যূনতম ৩৫ টাকা রিচার্জ করার নিয়ম চালু করার সাথে সাথেই প্রিপেড গ্রাহকদের পরিষেবা সচল রাখতে রিচার্জ করতে হত ৩৫ টাকা।
রবিবার এয়ারটেল সংস্থার পক্ষ থেকে 28 দিনে অন্তত 45 টাকা ও তার অধিক রিচার্জ করা বাধ্যতামূলক করা হয়েছে। তবে অবশ্য রিচার্জের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ১৫ দিন গ্রেস পিরিয়ড দেওয়া হবে। তার মধ্যে যদি ৪৫ টাকা বা তার অধিক রিচার্জ করা না হয় তাহলে পরিষেবা সচল থাকবে না।
আরও পড়ুন : আকর্ষনীয় অফারের সাথে রিলায়েন্স জিওর সেরা পাঁচটি প্ল্যান ঘোষণা, দেখে নিন
দিনদিন সবকিছুরই যেমন মূল্যবৃদ্ধি হয়, এবার সেই দলে যোগদান করল এয়ারটেল। এয়ারটেল ভোডাফোন, আইডিয়া গত মাসে ৪০ শতাংশ ট্যারিফ বৃদ্ধি করার পর আবার গ্রাহকদের ১০ টাকা প্রতি মাসে খরচ বাড়ালো এয়ারটেল। আগে মোবাইলে ১০ টাকার কার্ড দিয়ে অনেকে অনেক মাস চালিয়েছে পরিষেবা। তারপর প্রতি মাসে ৩৫ টাকা ছিল এবার এয়ারটেল তা বৃদ্ধি পেয়ে হল ৪৫ টাকা।