বর্তমান সময়ে নিজেদের সেরা প্রমান করার জন্য বিভিন্ন নেটওয়ার্ক সংস্থা উঠে পড়ে লেগেছে। কেউ ভালো অফার, কেউ কম দাম, কেউ ভালো নেটওয়ার্কের স্পিড দিচ্ছে নিজেদের বিক্রি বাড়ানোর জন্য। এবার আলাদা পথে হাঁটতে চলেছে এয়ারটেল।
এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কর ভরোসা সেভিংস অ্যাকাউন্টে ৫০০ বা তার বেশি টাকা রাখলে ৫ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমার সুবিধা পাবেন গ্রাহকরা। শুধুমাত্র একটাই শর্ত, প্রত্যেক মাসেই অ্যাকাউন্টে ৫০০ টাকা নূন্যতম ব্যালেন্স রাখতে হবে। থাকছে ক্যাশব্যাকের ব্যবস্থাও।
টাকা তোলা ও জমা করাও যাবে। এয়ারটেলের পেমেন্ট ব্যাঙ্কের সিইও অনুব্রত বিশ্বাস বলেন, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই প্রোডাক্টটি লঞ্চ করা হয়েছে। এর ফলে গ্রাহকদের সুবিধা হবে বলে মনে করা যাচ্ছে।