Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করিশ্মা কাপুরের মুখ দেখতে চান না ঐশ্বর্য রায় বচ্চন, জানুন আসল কারণ

Updated :  Saturday, March 5, 2022 7:19 PM

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ড এবং বিভিন্ন ধরনের সম্পর্কের বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সম্পর্কের গুঞ্জন ট্রেন্ডিং হয়ে ওঠে। তো আবার মাঝে মাঝে কোনো পুরনো সম্পর্কের বিতৃষ্ণার চাপা রাগ সর্বসমক্ষে প্রকাশিত হয়ে যায়। তবে বলি মহলে এমন কিছু সম্পর্কের গুঞ্জন রয়েছে, যা নিয়ে সবাই জানলেও, কেউ মন্তব্য করতে চায় না। বলিউড প্রেমীরা মোটামুটি সকলেই অভিনেত্রী করিশ্মা কাপুরকে চেনেন। এককালে তিনি বেশকিছু সুপারহিট বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার মতো সিনেমা করেছিলেন। বলিউডে তাঁর অবদানের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে তাবড় তাবড় বলিউড তারকারাও তাকে বেশ সম্মান করেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে করিশ্মা কাপুরের সাথে জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন সম্পর্ক খুব একটা ভালো নয়। এমনকি তারা একে অপরের মুখ দেখতেও চান না। কিন্তু কেন? জানতে হলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

শুনে অবাক লাগলেও, এটাই সত্যি। একেবারে সাপে-নেউলের মত সম্পর্ক ঐশ্বর্য রায় এবং করিশ্মা কাপুরের মধ্যে। বলিউডের দুই স্বনামধন্য অভিনেত্রী একে অপরের মুখ অব্দি দেখতে চান না। তারকাদের এমন বিতর্কিত সম্পর্ক নতুন কিছু নয় অবশ্য। তবে একই গ্ল্যামার ওয়ার্ল্ডের দুই তারকা অভিনেত্রীর মধ্যে এমন সম্পর্ক হয়তো খুবই কম দেখা যায়। কিন্তু কেন তাদের মধ্যে এমন সম্পর্ক? আসলে তাদের এমন সম্পর্কের জন্য দায়ী তৃতীয় একজন। আর তিনি কেউ নন অমিতাভ পুত্র বা ঐশ্বর্যের স্বামী অভিষেক বচ্চন।

ঐশ্বর্য রায়ের সাথে সালমান খানের সম্পর্কের খবর মোটামুটি সকলেই জানেন। তবে অনেকেই হয়তো জানেন না বলিউডের আরেক প্রাক্তন জুটির গল্প। আসলে ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের বিয়ে হওয়ার আগে, করিশ্মা এবং অভিষেকের বিয়ে স্থির হয়ে গিয়েছিল। চুটিয়ে প্রেম করতেন অভিষেক করিশ্মা জুটি। গোটা বলিউড মহল তাদের এই সম্পর্কের কথা জানতো। এমনকি কাজের বিয়ের দিনক্ষণ অব্দি স্থির হয়ে গেছিল। তবে এই সম্পর্ক শেষ মুহূর্তে গিয়ে আর পরিণতি পায়নি।

জানা যায়, অভিষেক বচ্চন এবং করিশ্মা কাপুরের মধ্যে বিয়ের দিনক্ষণ স্থির হয়ে যাওয়ার পর এনগেজমেন্টের ঠিক কিছুদিন আগে বচ্চন এবং কাপুর পরিবারের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বচসা হয়। পারিবারিক বচসার কারনে সম্পর্কের ইতি ঘটে অভিশেক এবং করিশ্মার মধ্যে। আর তার মধ্যেই অভিষেক বচ্চন হঠাৎ করেই ঐশ্বর্য রায়কে বিয়ে করে নেয়। এখন অব্দি মাঝে মাঝে করিশমা কাপুর জানান তিনি তার “পুরনো ভালোবাসাকে” ভুলে যাননি। আর সেই জন্যই ঐশ্বর্য রায় করিশ্মা কাপুরকে খুব একটা সহ্য করতে পারেন না।