ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা মাঠে এবং মাঠের বাইরে নিজের হাসিখুশি মেজাজের জন্য সর্বদা আলোচিত হন। পাশাপাশি ভারতীয় ক্রিকেট নিয়ে তার মন্তব্য গুলি মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি অজয় জাদেজা সম্পর্কিত একটি মজার ভিডিও প্রকাশিত হয়েছে নেট পাড়ায়। যে ভিডিও দেখে হাসি থামাতে পারছেন না নেট প্রেমীরা। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে এক থেকে অন্যের ফোনে।
আসলে এই মজাদার ঘটনাটি ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের আইকন ক্রিকেটার ভিভ রিচার্ডস এবং ভারতের বলিউড অভিনেত্রী নিনা গুপ্তার মেয়ে মাসাবা গুপ্তার বিয়েতে। এদিন মাসাবার বিয়েতে হাজারো সেলিব্রেটির মধ্যে নিয়ন্ত্রিত ছিলেন ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা। সেই তালিকায় ছিলেন অজয় জাদেজা এবং আশিষ নেহরার মত ক্রিকেটার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএদিন মাসাবার বিয়েতে যাওয়ার সময় আশিষ নেহরার গাড়িতে করে যান অজয় জাদেজা। বিয়ে বাড়ি গিয়ে গাড়ি থেকে নামার পরপরই অজয় জাদেজাকে ঘিরে ফেলে মিডিয়াকর্মীরা। এদিকে অজয় জাদেজার পাশাপাশি গাড়ি থেকে নেমে পড়েন আশিষ নেহরার স্ত্রী রুশমা নেহরা। মিডিয়াকর্মীরা ভুলবশত ওই মহিলার সাথে অজয় জাদুজাকে ছবি তোলার জন্য বলতে থাকেন।
— Prabhat Sharma (@PrabS619) February 4, 2023
এই কথা শুনে ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা হাসতে হাসতে বলেন,’আরে উনি আমার সাথে নেই, তিনি আশিষ নেহরার সাথে আছেন।’ এরপর গাড়ি থেকে নেমে পড়েন ভারতের সাবেক ক্রিকেটার আশিষ নেহরা। তিনজনকে একত্রে দেখে মিডিয়াকর্মীরা আবদার করেন সবাইকে একসাথে ছবি তোলার জন্য। তিনজনকে একত্রে ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা গেছে।