খেলাক্রিকেট

Team India: গৌতম গম্ভীর ভারতের প্রধান কোচ হতেই কপাল পুড়লো ৩ তারকা ক্রিকেটারের, বাদ পড়তে পারেন জাতীয় দল থেকে

নতুন কোচ হিসেবে ২০১১ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য গৌতম গম্ভীরের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

Advertisement
Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে সবেমাত্র দেশে ফিরেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ফাইনাল ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জয়ের স্বাদ আস্বাদন করেছে দলটি। তবে কয়েক দিনের ব্যবধানে ভারতীয় দলে বিরাট পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেটে নিয়ামক সংস্থা। সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে পাঠিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তরুণ দল ঘোষণা করার পাশাপাশি ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের সাথে চুক্তি সমাপ্ত করেছে বিসিসিআই। সেই সাথে নতুন কোচ হিসেবে ২০১১ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য গৌতম গম্ভীরের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তবে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই ৩ তারকা ক্রিকেটারের কপাল পুড়তে চলেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। চলুন, দেখে নেওয়া যাক কারা রয়েছেন এই তালিকায়-

Advertisement
Advertisement

১. অজিঙ্কা রাহানে: ভারতীয় জাতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য আজঙ্কা রাহানে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন। ধারাবাহিক পারফরমেন্স দেখাতে না পারার কারণে বারবার জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে এই অভিজ্ঞ ক্রিকেটারকে। একথা বলা যেতেই পারে ৩৬ বছর বয়সী আজঙ্কা রাহানে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে একপ্রকার বাদ পড়েছেন। ফলে গৌতম গম্ভীরের দায়িত্ব গ্রহণের পর তিনি যে টেস্ট ক্রিকেট থেকে বাদ পড়বেন, একথা এক প্রকার নিশ্চিত।

Advertisement

Advertisement
Advertisement

২. চেতেশ্বর পুজারা: টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম মেরুদন্ড চেতেশ্বর পুজারাও নিজের জায়গা হারাতে পারেন। দীর্ঘদিনের অভিজ্ঞ এই ক্রিকেটার ইতিমধ্যে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে তরুণ ক্রিকেটারদের টেস্ট দলে জায়গা করে দিতে চেতেশ্বর পুজারাকে দল থেকে ছাঁটাই করতে পারেন গৌতম গম্ভীর।


৩. রবীন্দ্র জাদেজা: সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছেন রবীন্দ্র জাদেজা। বল হাতে হতাশ করার পাশাপাশি ব্যাট হাতেও কোন প্রকার কারিশমা দেখাতে পারেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। এমন পরিস্থিতিতে জাতীয় দল থেকে গম্ভীর যে তাকে ছাঁটাই করবেন, সে কথা নিঃসন্দেহে বলে দিতে হবে না।

Related Articles

Back to top button