Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ধোনিকে ছাড়াই আইপিএলে সর্বকালের সেরা একাদশে বেছে নিলেন অজিত আগারকার

Updated :  Saturday, March 12, 2022 4:25 PM

২০২২ আইপিএলের মেগা আসর শুরু হতে বাকি মাত্র আর কয়েকটি দিনের। ইতিমধ্যে সব ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গঠন করে নিয়েছে। আগামী ২৬ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি হবে কলকাতা। এরইমধ্যে ভারতের প্রাক্তন পেস বোলার অজিত আগারকার আইপিএলের সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন। তবে তার একাদশে স্থান পাননি বিশ্বের সর্বকালের সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। এমনকি অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রেও হতবাক করেছেন অজিত আগারকার। তিনি এমন একজন ক্রিকেটারের উপর দলের দায়িত্ব দিয়েছেন যিনি দীর্ঘ ৯ বছর ভারতীয় প্রিমিয়ার লিগে দলকে নেতৃত্ব দিয়ে জিততে পারেননি একটি শিরোপাও।

ভারতীয় কিংবদন্তি পেসার অজিত আগারকার তার সর্বকালের সেরা একাদশে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে জায়গা দিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল এবং ভারতের সর্বকালের সেরা ওপেনার বীরেন্দ্র শেওয়াগকে। তৃতীয় স্থানে রয়েছেন মিস্টার আইপিএল, অর্থাৎ সুরেশ রায়না। চতুর্থ বিকল্প এবং সেরা একাদশের অধিনায়ক হিসেবে অজিত আগারকার বেছে নিয়েছেন ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে।

পঞ্চম এবং ষষ্ঠ বিকল্প হিসেবে অজিত আগারকারের পছন্দের তালিকায় উঠে এসেছেন রোহিত শর্মা এবং প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। পেস বোলার হিসেবে তিনি তিনটি বিকল্প বেছে নিয়েছেন। যেখানে লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা এবং ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার ও আশিস নেহরা জায়গা পেয়েছেন। স্পিনার হিসেবে সেরা একাদশে রয়েছেন সুনীল নারাইন এবং হরভজন সিং।

অজিত আগারকারের পছন্দের একাদশ: ক্রিস গেইল, বীরেন্দ্র শেওয়াগ, সুরেশ রায়না, বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স (উইকেট-রক্ষক), লাসিথ মালিঙ্গা, ভুবনেশ্বর কুমার, আশিশ নেহরা, সুনীল নারাইন এবং হরভজন সিং।