ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া বড় ঘোষণা করেছেন। চোপড়া সরাসরি জানিয়ে দিয়েছেন, মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে রোহিত শর্মার যাত্রা শেষ।
মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে রোহিত শর্মার যাত্রা শেষ!
আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে কথা বলার সময় এই বিষয়টি তুলে ধরেছেন। চোপড়া সরাসরি দাবি করেছেন, মুম্বই ইন্ডিয়ান্স দল রোহিত শর্মাকে ধরে রাখতে পারবে না। আকাশ বলেন, ‘রোহিতকে ধরে রাখা হবে না। আমার কাছে কোনও তথ্য নেই, তবে আমি মনে করি এই দলের সঙ্গে তাঁর যাত্রা শেষ হয়েছে। এবং রোহিতকে রিলিজ করে দেওয়া হবে। এমনকি তিনি নিলামের টেবিলেও যাবেন না এমন সম্ভাবনা রয়েছে। কারণ ট্রেড উইন্ডোর অধীনে তিনি অন্য ফ্র্যাঞ্চাইজিতে চলে যেতে পারেন।’
বড় ধাক্কা হবে মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের জন্য
রোহিত শর্মার অধিনায়কত্বে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার শিরোপা জিতেছে। এমন পরিস্থিতিতে রোহিত দল থেকে আলাদা হয়ে গেলে তা নিশ্চিতভাবেই বড় ধাক্কা হবে মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের জন্য। গত মরশুমে রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নতুন অধিনায়ক করেছিল মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। যার কারণে ভক্তরা বেশ হতাশ হয়েছিলেন। ২০২৪ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স খুব খারাপ ছিল। পয়েন্ট তালিকার শেষ স্থানে ছিল মুম্বই ইন্ডিয়ান্স দল।
সূর্যকুমার যাদবকে নিয়ে বড় ঘোষণা
এ ছাড়া আকাশ চোপড়া সূর্যকুমার যাদবকে নিয়ে বড় ঘোষণা করে জানিয়েছেন, ‘সূর্য কোথাও যাচ্ছেন না। মুম্বইয়েই থাকবেন।’ সূর্য টি-টোয়েন্টি ভারতীয় দলের অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মা টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালে ভারতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হয় সূর্যকুমার যাদবকে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside