Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঐতিহাসিক চরিত্রে অক্ষয়, সঙ্গে নতুন চমক

Updated :  Saturday, November 16, 2019 2:42 PM

কৌশিক পোল্ল্যে: প্রথমবার কোনো ঐতিহাসিক চরিত্র করতে চলেছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। নিজের ৫২ বছরের জন্মদিনে এই সুখবর ইতিমধ্যেই শেয়ার করেছেন সকলের সঙ্গে।

যশরাজ ফিল্মস প্রোডাকশন হাউসের প্রযোজনায় ‘পৃথ্বীরাজ’ মুভির নাম ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। এই ছবিতে তার বিপরীতে কোন অভিনেত্রী থাকবেন সেই নিয়ে বলিমহলে জল্পনা ছিল তুঙ্গে।

অবশেষে সেই তথ্যও প্রকাশ্যে এল। ২০১৭ এ মিস ওয়ার্ল্ড এর শিরোপী জয়ী বিশ্বসুন্দরী ভারতকন্যা মানুষী চিল্লার থাকছেন এই ছবিতে পৃথ্বীরাজের স্ত্রী রানী সংগীতার ভূমিকায়।

ঐতিহাসিক চরিত্রে অক্ষয়, সঙ্গে নতুন চমক

যশরাজ ব্যানার থেকে এমনটাই প্রকাশ করা হয়েছে। বহু অডিশনের পর নির্মাতাদের প্রথম পছন্দ মানুষীই। ফলে এবার বিশ্বদরবারের সুন্দরী থেকে বলিউডেও অভিনেত্রী হিসেবে তার অভিষেক হতে চলেছে। ছবির শুভ মহরতও ইতিমধ্যে সম্পূর্ন।

প্রথমবারেই অক্ষয়ের মত অভিনেতার বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে ভীষন খুশি মানুষী, মুভির শুভ মহরতের সময়কার একটি ছবি পোস্ট করে এমনটাই জানালেন তিনি। সিনেমাটি দিওয়ালি ২০২০ তে পেক্ষাগৃহে মুক্তি পাবে।