জলের তলায় চলে গেলেন আলিয়া, তারপর যা হল

কেয়া দাস : বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে পাকাপাকি জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট।১০ বছরের কেরিয়ারে অভিনয় করেছেন "Highway","Dear Zindegi", "Udta Panjab","Gully Boy" -এর মত ছবিতে। তবে শুধুই যে…

Avatar

কেয়া দাস : বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে পাকাপাকি জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট।১০ বছরের কেরিয়ারে অভিনয় করেছেন “Highway”,”Dear Zindegi”, “Udta Panjab”,”Gully Boy” -এর মত ছবিতে। তবে শুধুই যে অভিনয়ে নিজেকে সীমাবদ্ধ রেখেছেন তারকা,তা কিন্তু নয়। প্লেব্যাক তো আগেই করেছেন নিজের ছবিতে, সম্প্রতি রিলিজ করেছে তার পাঞ্জাবি মিউজিক ভিডিও।

এবার নিজের পারফরমেন্সের জন্য “ভোগ ওম্যান অফ দ্য ইয়ার ২০১৯”-এ সেরা পারফরমারের খেতাম অর্জন করেছেন অভিনেত্রী।

আর এবার “ভোগ ম্যাগজিন”-এর হয়ে আন্ডার ওয়াটার ফোটোশুট সারলেন বিটাউনের “পাটাকা গুড্ডি”।

জলের তলায় ও স্টাইলিশ-বোল্ড অবতারে ফ্ললেস আলিয়া।