Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

উৎসবের মরসুমে ধামাকাদার অফার, ৪১২ টাকায় কিনতে পারবেন রেডমির স্মার্টফোন

Updated :  Tuesday, September 26, 2023 4:39 PM
Amazon festival sale

খুব অল্প সময়ের মধ্যেই উৎসবের মরসুম শুরু হতে চলেছে। আপনি যদি নিজের জন্য একটি নতুন স্মার্টফোন কিনতে চান তবে আজ আমরা আপনাকে এমন কিছু ফোন সম্পর্কে বলতে চলেছি যা আপনার বাজেটের জন্য একেবারে উপযুক্ত। আপনি কম দামে অ্যামাজন থেকে এই স্মার্টফোনগুলি কিনতে পারবেন। এর মধ্যে রয়েছে রেডমি ১২ ৫জি থেকে শুরু করে আইকিউওও জেড৬ লাইট ৫জি পর্যন্ত প্রচুর অপশন।

আপনার বাজেট যদি ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হয় অথবা আপনি ১০ হাজার টাকার মধ্যে ফোন নিতে চান, তাহলে এই প্রতিবেদনটি পুরোটা মন দিয়ে পড়ুন।

 

Redmi 12 5G

এই ফোনের ৬ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। যা আপনি ২৫ শতাংশ ছাড়ে ১৩,৪৯৯ টাকায় কিনতে পারবেন। এর পাশাপাশি, আপনি ৬৫৪ টাকার প্রাথমিক ইএমআইতে এই ফোন অনলাইন সেল থেকে কিনতে পারবেন।

Samsung M14 5G

স্যামসাংয়ের এই ফোনটির ৪ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯০ টাকা। যা ১৯ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে ১৪ হাজার ৪৯০ টাকায়। আপনি এটি ৭০৩ টাকার প্রাথমিক মূল্যে অনলাইন সেল থেকে কিনতে পারবেন।

Realme Narzo N53

রিয়েলমি নার্জোর এই মডেলের ৪ জিবি RAM এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। যা আপনি ১৮ শতাংশ ছাড়ে ৮,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়াও চাইলে ৪৩৬ টাকার প্রাথমিক ইএমআইতে এই ফোন অনলাইন সেল থেকে কিনতে পারবেন।

Redmi 12C

এই ফোনের ৪ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। যা আপনি ৩০ শতাংশ ছাড়ে ৮,৪৯৯ টাকায় কিনতে পারবেন। এর পাশাপাশি আপনি ৪১২ টাকার প্রাথমিক ইএমআইতে এই ফোনটি অনলাইনে কিনতে পারবেন।