Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

CSK Vs GT: ‘এটাই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ’! ম্যাচের আগেই কার্যত অবসর ঘোষণা করলেন আম্বাতী রায়ডু

Updated :  Monday, May 29, 2023 10:53 AM

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতের এই প্রাক্তনীর। টানা কয়েকটি ম্যাচে চেন্নাইয়ের জার্সিতে ব্যাটিং করতে নামলেও নিজেকে প্রমাণ করতে পারেননি আম্বাতী রাইডু। ধারাবাহিক ব্যর্থতার কারণে বারবারই ক্রিকেট প্রেমীদের প্রশ্নবানে জর্জরিত হয়েছেন এই ধ্বংসাত্মক ব্যাটসম্যান। তবে আগামী দিনে আইপিএলে কাম-ব্যাক করার মতো একটি ইনিংসও খেলতে পারেননি পুরো মরশুমে।

গতকাল আইপিএলের ফাইনাল ম্যাচে শক্তিশালী চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স মুখোমুখি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেই ম্যাচ বাতিল ঘোষণা করেন আম্পায়াররা। ফলে আইপিএলের ইতিহাসে এই প্রথমবার রিজার্ভ ডে তে অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। তবে গতকাল একটি উত্তেজনাপূর্ণ টুইট বার্তা শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেটার আম্বাতী রাইডু। যা কার্যত তার অবসর বার্তা বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

তিনি তার অফিসিয়াল টুইটার একাউন্টে লিখেছেন,”দু’টি বড় টিম এমআই এবং সিএসকে, ২০৪টি ম্যাচ, ১৪ সিজন, ১১টি প্লে অফের ম্যাচ, ৮টি ফাইনাল, ৫টি ট্রফি। আশা করি আজ রাতেই হবে ষষ্ঠতম। এটা দারুণ এক যাত্রা। আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আজকের রাতের ফাইনাল ম্যাচই হবে আইপিএলে আমার শেষ খেলা। আমি সত্যিই এই অসাধারণ টুর্নামেন্টে খেলাটা উপভোগ করেছি। সবাইকে ধন্যবাদ। নো ইউ টার্ন।”

হঠাৎ তার এমন টুইট রীতিমতো অবাক করে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। এই টুইটের মাধ্যমে তিনি ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠে নামার পূর্বেই অবসর ঘোষণা করেছেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ আইপিএলের ফাইনাল ম্যাচ শেষ হতে না হতেই ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সব প্রকার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অর্থাৎ এক ম্যাচেই দুই প্রাক্তনী ক্রিকেটারের অবসর ঘোষণা হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।