এখন মেদিনীপুরের সফরে গিয়ে হাবিবপুর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান এ পৌঁছে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন স্বাধীনতা সংগ্রামীর বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথোপকথন করলেন। তারপর শহীদ ক্ষুদিরাম বসুর নতুন একটি মূর্তি উন্মোচন করে সেখানে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শহীদ ক্ষুদিরাম বসুর বাড়ি থেকে বেরিয়ে এসে অমিত শাহ সকলের উদ্দেশ্যে বার্তা দেন,”এই বাড়ির মাটি মাথায় নিয়ে এক অদ্ভুত শিহরন অনুভব করছি। আমরা দেশের জন্য মরতে পারিনি। কিন্তু খুদিরাম বসুদের মত মানুষজন ছিলেন বলে আমরা এখনো বাঁচতে পারছি। ক্ষুদিরাম বসু শুধু বাংলার নয়, গোটা দেশের গর্ব। তিনি যতটা বাংলার ঠিক ততটাই ভারতের।”
অমিত শাহ এদিন আরো বলেন,”ক্ষুদিরাম বসুর মতো একজন মানুষের ত্যাগ গোটা ভারতের আদর্শ। তিনি গীতা হাতে ফাঁসির মঞ্চে চড়ে ছিলেন। গোটা দেশের যুবসমাজ তার ত্যাগের মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছিল। ”
ক্ষুদিরাম বসুর ভিটে বাড়ির পাশাপাশি কলকাতায় পৌঁছে দিন রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়ে সেখানে গিয়ে রামকৃষ্ণ দেব কে তিনি রামকৃষ্ণ দেব কে তিনি প্রণাম জানিয়েছেন। শ্রদ্ধার সহিত সেখানকার সন্ন্যাসীদের প্রণাম জানিয়েছেন তিনি। তিনি সেখানকার শিব মন্দিরে পুজো দিয়েছেন। রামকৃষ্ণ মিশনে কিছুক্ষণ সময় কাটানোর পরে স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করে তিনি টুইট করেন। এদিন রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দের বাড়িতে অমিত শাহের সঙ্গে গিয়েছিলেন দিলীপ ঘোষ সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের অনেকে।
অমিত শাহ বলেছেন,”বিবেকানন্দজী ভারতমাতার এক মহান পুত্র। নিজেকে তিনি জাতির পুনরুত্থানে উৎসর্গ করেছিলেন। তার আদর্শ ভারতবর্ষকে নতুন প্রজ্ঞালোকে আলোকিত করেছিল। এটা আমাদের এখনো অনুপ্রাণিত করে।”