“দিদির বিদায় হবে ধুমধাম করে”, অন্যসুরে মমতাকে কটাক্ষ শাহের
একুশে বাংলা বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার নির্বাচন সম্পন্ন হলো আজ। বাকি আর তিন দফা নির্বাচন। কিন্তু এর মাঝেও তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। আজকের জনসভায় উপস্থিত থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটু অন্য সুরে আক্রমণে হানলেন। তিনি সেই সাথে আজ বাংলায় বিজেপি জিতলে তার কাজের খতিয়ান ও তৃণমূলের কাজের একাধিক ইস্যু নিয়ে কটাক্ষ করেছেন। এছাড়াও কিছুদিন আগে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বাংলা সফর নিয়ে কটাক্ষ করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিদ্রূপের সুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় নেত্রী। দিদি ১০ বছর ধরে বাংলায় মুখ্যমন্ত্রী রয়েছেন। আগামী ২ মে মমতা দিদির বিদায় ধুমধাম করে করতে হবে। কারণ মমতার বিদায় নিশ্চিত। বিজেপি একুশে বিধানসভা নির্বাচনে ২০০ টি বেশি আসন নিয়ে জিতবে।” এছাড়াও তিনি আজ নির্বাচনী প্রচারে মতুয়াদের নাগরিকত্ব ইস্যুকে তুলে ধরেছেন। তিনি বলেছেন, “বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যে সিএএ কার্যকর করা হবে। এটা কেউ আটকাতে পারবেনা। এছাড়া সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। অনুপ্রবেশ দূরের কথা একটা পাখি হয়ে প্রান্তে আসতে পারবে না।” আসলে আগামী তিন দফা নির্বাচন বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের ভোটব্যাংকের ওপর নির্ভর করছে। তাই আজ মতুয়া প্রসঙ্গে কথা বলতে শোনা গেছে অমিত শাহকে।
এছাড়াও তিনি এদিন জনসভায় দাঁড়িয়ে মমতার পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ভোটার দেখ হয়ে যাওয়ার পর পর্যটক এর মত বাংলায় এসেছিলেন রাহুল বাবা। এছাড়াও বিজেপির ডিএনএ প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, “ইতালির সংস্কৃতি ভুললে বাংলার সংস্কৃতি বোঝা যাবে। আমাদের ডিএনএ দেখতে পাবেন। বিজেপির ডিএনএ মানে ডেভেলাপমেন্ট বিকাশ ও আত্মনির্ভর ভারত।”