একুশে নির্বাচনের আগে রাজনৈতিক দল তাদের পূর্ণ উদ্যমে ভোটের লড়াই করতে নামার চেষ্টা করছে। বিজেপি তাদের কাজে কোনরকম ফাঁক রাখার চেষ্টা করছে না। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit shah) বিরুদ্ধে গলায় সুর তুলতে শোনা গিয়েছিল বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে (Shantunu Thakur)। কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব শান্তনু ঠাকুরকে একদমই চটায় নি। বরং বিধানসভা নির্বাচনের আগেই মতুয়াদের জন্য CAA বা নাগরিকত্ব আইন বিতর্ক সমাধান করতে জানুয়ারিতে ঠাকুরনগরে (Thakurnagar) সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনটাই জানালেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা বারংবার বাংলায় এসে সমস্ত পরিস্থিতিতির রেইকি করে যাচ্ছে। আগে দেড় মাসের মধ্যে দুবার বাংলা সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের প্রত্যেকটি সভা ছিল রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এবার আবারো একটি হেভিওয়েট জনসভা করতে জানুয়ারি মাসেই ফের বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনটাই জানিয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তিনি বলেছেন, “অমিত শাহ ঠাকুরনগরে সভা করে মতুয়াদের CAA সংক্রান্ত সমস্ত সংশয় দূর করবে। আমরা এটাই চেয়েছিলাম যাতে কেন্দ্রীয় সরকার আমাদের অবস্থান নিয়ে স্পষ্টভাবে কথা বলুক। আমরা সবাই স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা দেখে অত্যন্ত খুশি।”
প্রসঙ্গত, কিছুদিন আগে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর গেরুয়া শিবিরের বিরুদ্ধে বেসুরো হয়ে উঠেছিলেন। তিনি সমালোচনা করেছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি কয়েকটি প্রশ্ন নিয়ে আক্রমণ করেছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্বদের। তিনি চাঁচাছোলা ভাষায় বলেছিলেন, “মতুয়াদের নাগরিকত্ব কবে দেবে সেই নিয়ে কি ভাবছে কেন্দ্র তা জানাতে হবে খুব শীঘ্রই।” একুশে ভোটের আগে বিজেপিকে শান্তনু ঠাকুর এর সিএএ ইস্যু নিয়ে প্রশ্ন উত্তাপ বাড়াচ্ছিল বঙ্গ রাজনীতিতে। শান্তনু ঠাকুর প্রশ্ন করেছেন, “একুশে নির্বাচনের আগে কি রাজ্যে কার্যকর হবে সংশোধিত নাগরিকত্ব আইন? বা কবে নাগরিকত্ব পাবে উদ্বাস্তু মতুয়ারা?” এবার এইসব প্রশ্নের উত্তর দিতেই বাংলায় আসছেন অমিত শাহ।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, অমিত শাহ বাংলাতে এসে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির সামনের মাঠে জনসভা করবেন। অমিত শাহের জানুয়ারি মাসের এই ঠাকুরনগরের সভা রাজনৈতিকভাবে যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলা বাহুল্য। কারণ আসন্ন বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলার একাধিক আসনে ডিসাইডিং ফ্যাক্টর মতুয়া ভোট। তাই এই মুহূর্তে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কখনই চাইবেন না যে তারা মতুয়াদের বিরুদ্ধে যাক বা শান্তনু ঠাকুরকে চটিয়ে দিতে। এবার অমিত শাহ বাংলা সফরে এসে ঠাকুরনগরে মতুয়াদের CAA সম্বন্ধিত কি বলে সেটাই দেখার।