টেক বার্তা

রেকর্ড গড়ে এক দশকে তৈরী ১২৫ কোটি আধার কার্ড

Advertisement

২০০৯ সাল থেকে ভারতে আধার কার্ড তৈরী শুরু করেছে দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। মাত্র দশ বছরে ১২৫ কোটি কার্ড তৈরী করেছে তারা। শুক্রবার এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইউআইডিএআই। এক দশকে মোট কার্ড তৈরীর নিরিখে যা নজিরবিহীন ঘটনা।

ইউআইডিএআই সূত্রের খবর, প্রতিদিন গড়ে প্রায় তিন কোটি আধার কার্ডের আবেদন জমা পড়েছে এই এক দশকে। আধার কার্ড আপডেটের ক্ষেত্রেও এই একই পরিসংখ্যান লক্ষ্য করা গেছে। প্রতিদিন গড়ে তিন থেকে চার লক্ষের মতো আধার আপডেটের আবেদন জমা পড়ছে ইউআইডিএআই-এর কাছে। এখনও পর্যন্ত মোট জমা পড়া আবেদনের ৩৩১ কোটি সফলভাবে আপডেট করা সম্ভব হয়েছে বলে সংস্থা সূত্রে খবর।

আরও পড়ুন : ৩১ ডিসেম্বরের মধ্যে আধার-প্যান সংযুক্ত না করা হলে কী হবে, বিশেষজ্ঞরা যা বলছেন

২০০৯ সাল থেকে শুরু হওয়া আধার বর্তমানে বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেম। আধার আপডেটের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম শিথিল করেছে সংশ্লিষ্ট সংস্থা। ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে শিথিল করা হয়েছে নিয়ম। বর্তমানে শুধুমাত্র সেল্ফ ডিক্লারেশনের মাধ্যমে আপডেট করা যাবে আধার কার্ড। এর ফলে কর্মসংস্থানের জন্য যাদের বারবার জায়গা পরিবর্তন করতে হয় তাদের খুব সুবিধা হবে।

স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা নিয়ে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি মিলবে এবার। এমনটাই মনে করছে ব্যাংক সহ বিভিন্ন ক্ষেত্রে কেওয়াইসি করতে গিয়ে সমস্যায় পড়া জনতা।

Related Articles

Back to top button