Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গৃহবন্দী দশায় স্ত্রীর সাথে তুমুল নাচে মেতে উঠলেন এই গায়ক, মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও

লকডাউনে গৃহবন্দী গোটা দেশ। পরিবারের সাথে সময় কাটানোর সাথে সাথে নাচে, গানে মেতে উঠেছেন অনেকেই। বাদ যাচ্ছেন না সেলিব্রিটিরাও। তেমনভাবেই এক ভিডিওতে দেখে গেলো গায়ক অনীক ধর এবং তার স্ত্রীকে।…

Avatar

লকডাউনে গৃহবন্দী গোটা দেশ। পরিবারের সাথে সময় কাটানোর সাথে সাথে নাচে, গানে মেতে উঠেছেন অনেকেই। বাদ যাচ্ছেন না সেলিব্রিটিরাও। তেমনভাবেই এক ভিডিওতে দেখে গেলো গায়ক অনীক ধর এবং তার স্ত্রীকে। যেখানে ‘গেন্দা ফুল’ গানে দুর্দান্ত যুগলবন্দী করেছেন তারা। সম্প্রতি বাদশার বিতর্কিত গান ‘গেন্দা ফুল’ বেশ জনপ্রিয়তা লাভ করেছে। গানটিতে রয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন।

এবার সেই গানে কোমর দোলালেন গায়ক অনীক ধর ও তার স্ত্রী৷ একেবারে পপস্টারের কায়দায় নিজে গলায় নিয়েছেন এক ধরণের স্কার্ফ৷ এছাড়া স্ত্রীর পরনে দেখা যায় ফিনফিনে শিফন৷ একেবারে দুর্দান্ত ভঙ্গিমায় এই যুগলকে নাচতে দেখা যায়। তাদের এই অনবদ্য নাচে মুগ্ধ হয়েছেন সবাই। এভাবেই কোয়ারেন্টাইন কাটাচ্ছেন তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বিষয়ে অনীক লিখেছেন যে, কোয়ারেন্টাইন চলাকালীন এগুলোই মাথায় আসছে। তাই স্ত্রীকে নিয়েই এই পাগলামো করলাম৷ তবে আমি নিজেও প্রথমে গেন্দা ফুল গানটি পছন্দ করিনি, কিন্তু ধীরে ধীরে এর রসে ডুব দিয়েই দিলাম।

About Author