অঙ্গ লাগা লে, আলো আধারী ঘরে আবেদনময়ী রূপে তুমুল নেচে ঝড় তুললেন অঙ্কিতা লোখন্ডে, ভাইরাল ভিডিও

বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের পর থেকেই মোটামুটি নেট দুনিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। হিন্দি সিরিয়াল "পবিত্র রিস্তা" শুটিংয়ের সুবাদে অঙ্কিতা ও সুশান্ত একে অপরের…

Avatar

বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের পর থেকেই মোটামুটি নেট দুনিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। হিন্দি সিরিয়াল “পবিত্র রিস্তা” শুটিংয়ের সুবাদে অঙ্কিতা ও সুশান্ত একে অপরের কাছাকাছি এসেছিলেন। তারপর দীর্ঘদিন প্রণয়ের সম্পর্কে আবদ্ধ থাকলেও শেষপর্যন্ত সেই সম্পর্কের কোনো পরিণতি পাইনি। তবে সুশান্ত সিং রাজপুতের হঠাৎ মৃত্যুর পর কান্নায় ভেঙ্গে পড়েছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা। তিনি সোশ্যাল মিডিয়াতে শোকবার্তা শেয়ার করে জানিয়েছিলেন যে তিনি এই মুহূর্তটিকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারপর বলি অভিনেতার মৃত্যুরহস্য নিয়ে অনেক জলঘোলা হলেও এখন সবই শান্ত হয়ে গিয়েছে। বর্তমানে ভিকি জৈনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

আপাতত বেশ আনন্দেই দিন কাটছে অঙ্কিতার। তার প্রমান অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া। মাঝে মাঝে বিভিন্ন রিল ভিডিও এবং ফটো শুটের ছবি পোস্ট করে তিনি সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে আসছেন। পবিত্র রিস্তার অঙ্কিতা লোখন্ডে এখন ফ্যাশন আইকন হয়ে উঠেছেন। বিভিন্ন ধরনের পোশাক পরে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে তিনি মাঝে মাঝেই ভাইরাল তালিকায় নাম লেখান। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেছেন যা সকলের নজর কেড়ে নিয়েছে।

আসলে অভিনেত্রী সম্প্রতি ‘রামলীলা’ সিনেমার জনপ্রিয় সেন্সুয়াল “অঙ্গ লাগা দে” গানটিকে রিক্রিয়েট করেছেন। আবেদনময়ী রুপে ধুনো হাতে অসম্ভব সুন্দর পারফরমেন্স দিয়েছিলেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেইমতই অঙ্কিতা লোখান্ডে কালো রঙের স্যুট পরে ধুনো জ্বালিয়ে নীল আলো-আঁধারিতে আবেদনময়ী লুকে অসম্ভব সুন্দর কায়দায় নাচটি করেছেন। তাঁর মুখের এক্সপ্রেশন এবং শরীরী ভাঁজের খেলা ঘুম কেড়েছে নেটিজেনদের।

ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, “তিনি সারাজীবন মিস্টার ভনশালির ফ্যান হয়ে থাকবেন।” সেক্সিলুকে অঙ্কিতার নাচ করার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই তা মুহুর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। রীতিমতো নেটিজেনরা লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছে ভিডিওর তলাতে। ইতিমধ্যেই প্রায় ৭২ হাজার মানুষ ভিডিওটিকে পছন্দ করেছেন।