Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বোল্ড ফোটোশুট, বিনোদন দুনিয়ায় অভিষেক হতে চলেছে অঙ্কিতার বোন আশিতার

Updated :  Thursday, October 15, 2020 9:17 AM

বাবা হাসপাতাল থেকে ফেরার পর একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন অঙ্কিতা লোখান্ডে। এবার শেয়ার করলেন নিজের বোনের ছবি। বোন ফিল্মি দুনিয়ায় নাম লেখাতে চলেছে তাই বোনের জন্য আশাবাদী অঙ্কিতা শেয়ার করলেন ছবি।

‘গ্ল্যামার ওয়ার্ল্ড’-এ পা রাখা অঙ্কিতার বোন আশিতা সাহু নিজেও একাধিক ফটোশ্যুট করিয়েছেন।

বোল্ড ফোটোশুট, বিনোদন দুনিয়ায় অভিষেক হতে চলেছে অঙ্কিতার বোন আশিতার

নিজেকে হট অবতারে মেলে ধরেছেন আশিতা সাহু।

বোল্ড ফোটোশুট, বিনোদন দুনিয়ায় অভিষেক হতে চলেছে অঙ্কিতার বোন আশিতার

এদিন অঙ্কিতা তাঁর বোনকে বলেছেন, “ভয় পাবে না, নিজেকে কারোর কাছে সমর্পণ করবে না, ক্ষতিগ্রস্থ হতে দেনে না নিজেকে, যে কোনও পরিস্থিতি থেকে পালিয়ে যাবে না কেবল তোমার সুন্দর হাসির মুখোমুখি হয়ে এগিয়ে যাও”।

বোল্ড ফোটোশুট, বিনোদন দুনিয়ায় অভিষেক হতে চলেছে অঙ্কিতার বোন আশিতার

আশিতা সাহু নিজেও তাঁর ইনস্টাগ্রামে ফটোশ্যুটের বেশকিছু ছবি শেয়ার করেছেন।

বোল্ড ফোটোশুট, বিনোদন দুনিয়ায় অভিষেক হতে চলেছে অঙ্কিতার বোন আশিতার