Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচের দিন ঘোষণা

Updated :  Saturday, December 21, 2019 7:38 PM

এই রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আই লিগের ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ। দেশজুড়ে সিটিজেন অ্যামেন্ডমেন্ট আইন বা সিএএ নিয়ে বিক্ষোভ প্রতিবাদ চলছে। সেই আঁচ পড়েছে শহর কলকাতাতেও। এই পরিস্থিতিতে বড়ো ম্যাচে বিধাননগর পুলিশের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তাই রবিবারের ম্যাচ টি বাতিল হয়ে যায়। ফেডারেশনের পক্ষ থেকে দুই প্রধান কে চিঠি দিয়ে জানানো হয় বাতিল হওয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের ১৯ তারিখ।

রবিবার ডার্বি না হওয়ায় একদিকে ভালোই হয়েছে দুই দলের ক্ষেত্রেই। কারণ চোটের জন্য মোহনবাগানের কলিনাস খেলতে পারতেন না রবিবারের ম্যাচে এবং নতুন বিদেশি খেলোয়াড় বাবা দিয়েরাও এখনো পর্যন্ত এসে পৌঁছাননি। অপরদিকে ইস্টবেঙ্গলের প্রধান অস্ত্র কোলাডার উপর রয়েছে এক ম্যাচের নির্বাসন। এই রবিবার ডার্বি ম্যাচ হলে তিনিও খেলতে পারতেন না। ১৯ তারিখের ম্যাচের আগে তার নির্বাচন উঠে যাবে তাই সুবিধা হলো ইস্টবেঙ্গলের।

আরও পড়ুন : কতটা শক্তিশালী ও কেমন হতে চলেছে KKR এর প্রথম একাদশ

শুধু আই লিগই নয় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের জন্য রঞ্জি ট্রফি সহ আইএসএল এর ম্যাচও বাতিল হয়েছে। সেই আঁচ এবার পড়লো ঘটি-বাঙালের বড়ো লড়াই ডার্বির ওপরও। রবিবারে ডার্বি না হওয়ার জন্য হতাশ দুই দলের সমর্থকরাও। তাদেরকে অপেক্ষা করতে হবে এখনো একমাস।