Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হাইব্রিড ই-সাইকেল লঞ্চ করলো Anod, দুর্দান্ত লুক সহ পাবেন অবিশ্বাস্য ফির্চাস

Updated :  Tuesday, October 24, 2023 11:05 AM

বিগত কয়েক বছর ধরে ভারত তথা বিশ্ব বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইলেকট্রিক স্কুটার এবং ইলেকট্রিক সাইকেলের প্রতি বিশেষভাবে আকর্ষিত হচ্ছেন গ্রাহকরা। যার ফলে বিগত কয়েক বছরে এদের বিক্রি বেড়েছে কয়েক শতাংশ হারে। এমন পরিস্থিতিতে একাধিক সংস্থা নিজেদের চিরাচরিত গাড়ি নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। আজকের নিবন্ধে আমরা এমন একটি দুর্দান্ত ইলেকট্রিক সাইকেল সম্পর্কে আপনাদের তথ্য দিতে চলেছি, যার অবিশ্বাস্য ফির্চাস দেখে অবাক হবেন আপনিও। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০ হাজার টাকা মধ্যে আপনি আপনার স্বপ্নের এই ইলেকট্রিক সাইকেল ক্রয় করতে পারবেন। যা কমপক্ষে ১৫ বছর পর্যন্ত টানা সার্ভিস প্রদান করবে, এমনটাই দাবি করা হয়েছে সমস্ত তরফ থেকে। অ্যালুমিনিয়াম এবং কয়লার মতো সরল উপকরণ দিয়ে এই ইলেকট্রিক সাইকেলের বিভিন্ন প্রকার সুপারক্যাপাসিটারগুলি নির্মাণ করা হয়েছে। যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং পুনঃ ব্যবহারযোগ্য।

কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, তাদের নতুন এই ইলেকট্রিক সাইকেলে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। যা আপনি ফাস্ট চার্জিং সমর্থন সহ কিনতে পারবেন। তাছাড়া, বাজারের সেরা এই ইলেকট্রিক সাইকেলটি চালানোর জন্য এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী MHR1 হাব মোটর। নো মেনটেনেন্সের এই ইলেকট্রিক সাইকেলটি যেকোনো রাস্তায় দুর্দান্ত পারফরমেন্স দেবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। এতে ব্যবহৃত Sram হাইড্রোলিক ব্রেক এবং কন্টিনেন্টাল টায়ার আরামদায়ক ভ্রমণের জন্য উপযোগী বলে দাবি করেছে সংস্থাটি।