নন্দীগ্রামে প্রচার করতে গিয়ে মুখ্যমন্ত্রী গুরুতর চোট পাওয়া প্রসঙ্গ নিয়ে তোলপাড় গোটা বঙ্গ রাজনীতি। আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বিরুলিয়া মন্দির থেকে বেরোনোর পর তাকে চার-পাঁচজন ধাক্কা দিয়েছে এবং তাতে মুখ্যমন্ত্রীর গুরুতর চোট পায়। ঘটনার জেরে মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামের বাকি কর্মসূচি বাতিল এবং তাকে নিয়ে গ্রিন করিডোর করে কলকাতা এসএসকেএম অর্থোপেডিক ডিপার্টমেন্ট এ আনা হয়। মুখ্যমন্ত্রীকে রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে বারংবার মুখে হাতে জল দেওয়া হয়েছে। আসলে ধাক্কার জেরে মুখ্যমন্ত্রীর পা গাড়ির দরজায় গিয়ে ঠুকে যায়। ঘটনার পর থেকেই যন্ত্রণায় কাতরাচ্ছেন মুখ্যমন্ত্রী। এসএসকেএম হাসপাতালে পৌঁছে তার এক্স-রে করা হয়।
ঘটনা প্রসঙ্গে এবার মন্তব্য করলেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন, “বাংলার মুখ্যমন্ত্রী বলে কথা নয়। বাংলার মেয়ে আজকে চোট পেয়েছে। এই ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়।” অন্যদিকে বিজেপি সাংসদ অর্জুন সিং চোট পাওয়ার ঘটনাকে বিদ্রুপ করে বলেছেন, “৩০০ পুলিশ মমতা নিরাপত্তায় থাকে। এছাড়া তাঁর যাতায়াতের রাস্তায় প্রায় ৪০০০ পুলিশ থাকে। বললেই হবে বাইরে থেকে লোক এসে ধাক্কা দিয়ে দিয়েছে। সহানুভূতির নাটক করছে মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যা বলে সিম্প্যাথি নেয়ার চেষ্টা। উনি বরাবর নাটক করে।”
অবশ্য অর্জুন সিং এর কথার তীব্র সমালোচনা করেছেন অনুব্রত মণ্ডল। তার মন্তব্য প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেছেন, “এই ধরনের মন্তব্য একেবারেই অনভিপ্রেত নয়।” সেই সাথে তিনি হুংকার দিয়ে বলেছেন, “বাংলার মেয়ের জন্য বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল। তখন কিন্তু বিজেপি সামলাতে পারবে না।” তবে তৃণমূল কংগ্রেস এই ঘটনার তদন্ত চাইছে নাকি জানতে চাওয়া হলে মুখে কুলুপ এঁটেছেন অনুব্রত মণ্ডল। তিনি জানিয়েছেন যে ঘটনার তদন্ত করতে হলে তা দলের শীর্ষ নেতারা জানাবে।