সমুদ্র সৈকতে এলোমেলো চুল, বেবি বাম্পে ধরা দিলেন অনুষ্কা, ভাইরাল পোস্ট

নতুন বছরকে স্বাগত জানাবেন নতুন অতিথিকে নিয়ে, এই হল বিরাট-অনুষ্কার স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবের মুখোমুখি দাড়িয়ে। হাতে মাত্র আর কয়েকটা মাস তারপরেই সেই শুভ সময়কে স্বাগত জানাবে এই সেলেব দম্পতি।…

Avatar

নতুন বছরকে স্বাগত জানাবেন নতুন অতিথিকে নিয়ে, এই হল বিরাট-অনুষ্কার স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবের মুখোমুখি দাড়িয়ে। হাতে মাত্র আর কয়েকটা মাস তারপরেই সেই শুভ সময়কে স্বাগত জানাবে এই সেলেব দম্পতি। গত মাসে, আইপিএল শুরুর আগে অনুষ্কার মা হতে চলার সুখবরটা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বিরাট।

সমুদ্র সৈকতে এলোমেলো চুল, বেবি বাম্পে ধরা দিলেন অনুষ্কা, ভাইরাল পোস্ট

সেই ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসেছিলেন সস্ত্রীক ভারত অধিনায়ক। আইপিএল-এর জন্য এই দম্পতি এখন দুবাইতেই রয়েছেন। সেখানকার সমুদ্র সৈকতে দাড়িয়ে, পড়ন্ত সূর্যের আলোর সামনে ধরা দিলেন অভিনেত্রী তাঁর বেবি বাম্প নিয়ে। দেখুন সেই ছবি।

 

View this post on Instagram

 

Nothing is more real & humbling than experiencing creation of life in you . When this is not in your control then really what is ?

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

সমুদ্রসৈকতের ধারে দাঁড়িয়ে অনুষ্কার পোস্ট করা এই ছবি ইতিমধ্যেই ভাইরাল। অনুরাগীদের অসংখ্য প্রশংসা ও শুভেচ্ছা কুড়িয়েছেন অনুষ্কা। বেবি বাম্পে হাত রেখে অনুষ্কা লিখেছেন,’নিজের মধ্যে একটা জীবন ধীরে ধীরে তৈরি হচ্ছে, এই অভিজ্ঞতাটা দারুণ ৷ এর ওপর আমার কোনও কন্ট্রোল নেই৷’

সমুদ্র সৈকতে এলোমেলো চুল, বেবি বাম্পে ধরা দিলেন অনুষ্কা, ভাইরাল পোস্ট

সমুদ্র সৈকতে এলোমেলো চুল, বেবি বাম্পে ধরা দিলেন অনুষ্কা, ভাইরাল পোস্ট

অনুষ্কার বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় ধরা দিলে, ভারতের অধিনায়ক কি বলেছেন জানেন?

সমুদ্র সৈকতে এলোমেলো চুল, বেবি বাম্পে ধরা দিলেন অনুষ্কা, ভাইরাল পোস্ট

“আমার গোটা দুনিয়া একটা ফ্রেমেবন্দি।” এরপরই লাভ ইমোজি পোস্ট করেন কোহলি।