গতকাল আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অনন্য ইতিহাস গড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে বিরাটের ব্যাটে ১৮৬ রানের লম্বা ইনিংসের উপর নির্ভর করে ভারত তাদের প্রথম ইনিংসে ৫৭১ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। অস্ট্রেলিয়ার সামনে ৯১ রানের লিড পেয়েছে ভারত।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সামান্য ব্যবধানে ব্যক্তিগত নবম ডাবল সেঞ্চুরি মিস করেছেন ভারতের রান মেশিন বিরাট কোহলি। তিনি ৩৬৪ বলে ১৫টি চারের সাহায্যে ১৮৬ রান করেন টিম ইন্ডিয়ার এই ড্যাশিং ক্রিকেটার। আর ক্রিজে দাঁড়িয়ে বিরাট কোহলির যোগ্য সঙ্গ দেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তিনি ১১৩ বলে ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭৯ রান করেন। বিরাট ও অক্ষর মিলে ষষ্ঠ উইকেটে ১৬২ রান যোগ করেন ভারতের খাতায়।
এদিকে টানা ৪১ মাস পর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে শত রানের মুখ দেখলেন বিরাট কোহলি। ২২ নভেম্বর ২০১৯ সালে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে শেষবারের মতো শত রানের ইনিংস খেলেছিলেন বিরাট। এরপর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে একটি সাধারণের জন্য অপেক্ষা করতে হয়েছে ১২০৫ দিন! তবে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মহারাজ নিজস্ব ভঙ্গিমায় প্রত্যাবর্তন করলেন।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮৬ রানের লম্বা ইনিংসের কারণে গর্বিত অনুষ্কা শর্মা ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার শেয়ার করা সেই স্টোরি এখন রীতিমতো ভাইরাল হচ্ছে। অনুষ্কা শর্মা তার ইনস্টাগ্রাম পেজে লিখেছেন,’অসুস্থ থাকা সত্ত্বেও এই সংযম নিয়ে খেলা… সবসময় আমাকে অনুপ্রাণিত করে।’ আনুশকার পোস্টের পর টুইটারেও অনেক ভক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন।