ক্যালিফোর্নিয়া: প্রায় ৮০ মিলিয়ন এর মত 5G সম্বলিত iPhone এর তিনটি নতুন মডেল লঞ্চ করতে চলেছে অ্যাপেল। তাদের লক্ষ্য হচ্ছে চীনের টেক জায়ান্ট Huawei কে অতিক্রম করা। Nikkei এর সাম্প্রতিক খবর থেকে জানা যাচ্ছে আসতে চলা মডেলের জন্য মডেম চিপ তৈরি করবে কোয়ালকম CNET এর একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে অ্যাপেল তাদের এই নতুন মডেলে কোয়ালকমের X55 মডেম চিপ ব্যবহার করতে চলেছে। আগেই অ্যাপেল জানিয়েছিল যে ২০২১ সাল থেকে তাদের ফোনে নিজেদের তৈরি মডেম চিপ ব্যবহার করবে।