বেশ কয়েকদিন গুমোট গরম থেকে স্বস্তি মিলল কলকাতা বাসীর। মরসুমের সর্বোচ্চ গতিবেগের কালবৈশাখী হল কলকাতায়। ঘন্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝড় হয়েছে কলকাতায়। বুধবার সন্ধ্যে থেকেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আজ বিকেল থেকেই আকাশ মেঘলা ছিল। তারপরেই সন্ধ্যে থেকে আকাশ কালো করে ধেয়ে এল তীব্র ঝড়।
আগের সপ্তাহেই আমফানের তান্ডবে লন্ডভন্ড হয়েছে কলকাতা সহ একাধিক জেলা। ফের আজ এত গতিবেগ নিয়ে ঝড় হল কলকাতাতে। আমজনতার মধ্যে তীব্র আতঙ্ক তৈরী হয়েছে। আজ কলকাতার বেশ কয়েকটি এলাকাতে আবার গাছ উপড়ে গিয়েছে। শুধু কলকাতাই নয়, রাজ্যের একাধিক জেলাতে কালবৈশাখী হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে।
কলকাতাতে বেশ কয়েকদিন গুমোট গরম ছিল। এই গরমের থেকে মানুষ সামান্য স্বস্তি পেয়েছেন। আজ কলকাতার বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আর আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৫-৮৫ শতাংশের মধ্যে ছিল।