বাংলা ভ্যালেনটাইন্স ডে-র আনন্দে একে অপরকে আলিঙ্গন, রইল সেই ছবি

টলিপাড়ায় সদ্যই একটি নতুন জুটির আগমন ঘটেছে যাদের চর্চায় মুখর সকলেই। কথা হচ্ছে অর্জুন ও মধুমিতাকে নিয়ে, তাদের আসন্ন ছবি ‘লাভ আজ কাল পরশু’। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ‘এসভিএফ’ এবং…

Avatar

টলিপাড়ায় সদ্যই একটি নতুন জুটির আগমন ঘটেছে যাদের চর্চায় মুখর সকলেই। কথা হচ্ছে অর্জুন ও মধুমিতাকে নিয়ে, তাদের আসন্ন ছবি ‘লাভ আজ কাল পরশু’। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ‘এসভিএফ’ এবং পরিচালনা করেছেন প্রতিম দাশগুপ্ত।

এই যুগলের অনবদ্য রসায়ন ইতিমধ্যেই হট টপিক হয়ে গিয়েছে দর্শকমহলে। ওদের প্রংশসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই। উভয়েই বাংলা মেগা সিরিয়ালের জনপ্রিয় মুখ। দুজনের নামের পাশের জড়িয়ে রয়েছে ‘গানের ওপারে’ ও ‘বোঝেনা সে বোঝেনা’র মত হিট সিরিয়াল।

‘শুনে নে’ গানটির সাফল্যের পর ছবির ট্রেলারও মুক্তির পথে। এরই মাঝে সরস্বতী পুজোয় দেখা করলেন উভয়েই, কাজের নিমিত্তে। বাংলা ভ্যালেনটাইন্স ডে-র আনন্দে একে অপরকে জড়িয়ে ধরলেন উভয়েই। তাদের সেই ঘনিষ্ঠ আলিঙ্গনের ছবি প্রকাশিত হয়েছে ‘টলিঅনলাইন’ থেকে।

নতুন এই যুগলের ছবি কেমন হবে সেই নিয়ে স্বভাবতই প্রত্যাশার পারদ বেশ চড়ছে। প্রেমের বিভিন্ন পরিস্থিতির উপর আলোকপাত করে নির্মিত এই টাটকা জুটির ছবি ‘লাভ আজ কাল পরশু’ মুক্তি পাবে খুব শীঘ্রই।

 

View this post on Instagram

 

What’s brewing ? @arjunchakrabarty @madhumita_sarcar hope this jodi win all the hearts in this season of love. #LoveAajKalPorshu

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline) on