কাছাকাছি মধুমিতা-অর্জুন, নেট দুনিয়ায় ভাইরাল এই ছবি

কৌশিক পোল্ল্যে: মুক্তি পেল লাভ প্রতিম দাশগুপ্তের পরিচালনায় ‘লাভ আজ কাল পরশু’ ছবিটি। রিলিজের আগেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সপ্তাহ শেষে এই ছবির প্রেক্ষাগৃহে চোখে পড়ছে অনেক মানুষের…

Avatar

কৌশিক পোল্ল্যে: মুক্তি পেল লাভ প্রতিম দাশগুপ্তের পরিচালনায় ‘লাভ আজ কাল পরশু’ ছবিটি। রিলিজের আগেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সপ্তাহ শেষে এই ছবির প্রেক্ষাগৃহে চোখে পড়ছে অনেক মানুষের আনাগোনা। ছবি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া খুবই ইতিবাচক। এই নতুন জুটির নতুন কেমিস্ট্রি পছন্দ করেছেন সকলেই। ছবির গানগুলি সহজেই মন কেড়ে নেয়, সঙ্গে যুগলের অনস্ক্রিন ইন্টিমেডেট হট সিন এই ছবিকে বাড়তি উচ্চতা দিয়েছে। একই ছবিতে বিভিন্ন চরিত্রেরও স্তরে কাজ করেছেন উভয়েই যেটা সবচেয়ে বেশি লক্ষ্যনীয় বিষয়। ছবির আরও এক চমক হলেন পাওলি দাম। একেবারে অন্য একটা চরিত্রে অভিনয় করে দর্শকদের মনজয় করে নিয়েছেন।

যদিও ছবির প্রমোশনে কোনো খামতি রাখেননি এফভিএস। এটি মধুমিতার প্রথম ছবি এবং কমার্শিয়াল হিরো হিসেবে এটি অর্জুনেরও প্রথম ছবি কাজেই তারা যুগ্মভাবে বা নিজ নিজ সোশাল সাইটে প্রমোট করেছেন এই ছবির জন্য। সম্প্রতি একটি ছবি পোস্ট করা হয়েছে যেখানে মধুমিতার কোমরে ও পেটে হাত রেখেছেন অর্জুন, যা ছবির জন্য বেশ সাহসী। এবিষয়ে উভয়েই বলেন, “আমাদের ঘনিষ্ঠ হওয়াটা ভীষন জরুরি ছিল, তবে এক্ষেত্রে একটা সুবিধা হয়েছিল এখানেই, আমরা প্রথম দিকে ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিংগুলো সেরে নিই ফলে পরবর্তীতে নিজেদের মধ্যে জড়তা কাটিয়ে উঠতে পেরেছি সহজেই।”

আরও পড়ুন : হট পোশাকে ফিল্মফেয়ারের মঞ্চে অনন্যা পান্ডে, দেখুন ভিডিও

আর যেটা বলা হল না সেটা এই ছবির গল্প। না থাক, সেটার জন্য হলে গিয়ে দেখতে হবে ‘লাভ আজ কাল পরশু’ এমনটাই অনুরোধ করেছেন অর্জুন-মধুমিতা। তবে এখন আপনার জন্য যা রয়েছে সেটি এই যুগলের হট ও রোমান্টিক ছবি। ছবিটি নীচে সাজানো রইল একঝলক দেখে নিন।