খেলাক্রিকেট

Indian Cricketer: কোহলির স্থানে ব্যাট করুক অর্জুন টেন্ডুলকার, বড় মন্তব্য কোচের

অনেকেই মনে করছেন, অর্জুন টেন্ডুলকার শুধুমাত্র নিজের বাবার জন্য আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন।

Advertisement

দীর্ঘ কয়েক বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে সময় কাটিয়েছেন অর্জুন টেন্ডুলকার। তবে একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি শচীন পুত্রের। তবে চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মৌসুমের ২২তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেকের সুযোগ পেয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার। প্রথম ম্যাচে নিজের নামের পাশে সুবিচার করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে পেয়েছেন উইকেটের দেখা। তবে তার ধারাবাহিকতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আর এরই মধ্যে বড় মন্তব্য করে বসলেন যুবরাজ সিংয়ের বাবা অর্থাৎ অর্জুন টেন্ডুলকারের কোচ যোগরাজ সিং।

এদিন অর্জুন টেন্ডুলকারকে নিয়ে একটি বিরাট মন্তব্য করেছেন তার ছেলেবেলার কোচ যোগরাজ সিং। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকার তিনি বলেন, ‘ওকে সাবলীলভাবে খেলতে দিন। দরকার হলে ওকে দিয়ে ওপেনিং অথবা ব্যাটিং অর্ডারে তৃতীয় স্থানে মাঠে নামান। প্রতিভাবান খেলোয়াড় ও। সঠিকভাবে ভারতীয় দলে সুযোগ পেলে বাবার মতো বিশ্ব ক্রিকেটে রাজত্ব করতে পারে অর্জুন। ওকে কিছুটা সময় দিন, নিশ্চয়ই ও করে দেখাবে।’

অর্জুন টেন্ডুলকারের বোলিং নিয়েও বড় মন্তব্য করেছেন যোগরাজ সিং। তিনি এদিন বলেন,’বোলিংয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে অর্জুন টেন্ডুলকারের। যখন ও বল রিলিজ করে তখন ওর হাত ৪৫ ডিগ্রিতে থাকে। যেদিন কানের গোড়া থেকে বল রিলিজ করতে পারবে সেদিন মালিঙ্গা-বুমরাহর মতো বোলিং করতে পারবে ও। শুধু খেয়াল রাখতে হবে, অর্জুন টেন্ডুলকার যেন নিয়মিতভাবে খেলার সুযোগ পান।’

যুবরাজ সিংয়ের বাবার এমন মন্তব্য বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মনে করছেন, অর্জুন টেন্ডুলকার শুধুমাত্র নিজের বাবার জন্য আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন। ভারতীয় ক্রিকেট প্রেমীদের মতে, এমন অনেক ভারতীয় প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন যারা অর্জুন টেন্ডুলকারের চেয়েও উৎকৃষ্ট। শুধুমাত্র সুযোগের অভাবে নিজেদের প্রমাণ করতে পারছেন না তারা।

Related Articles

Back to top button