গত ২২ শে নভেম্বর ভারতে শুরু হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে ডে-নাইট টেস্ট, যা গোলাপি বলে খেলা হচ্ছে। এই ঐতিহাসিক ম্যাচে বেটিংয়ের জন্য মহানগরীতে গ্রেফতার করা হল ৯ জনকে।
গত শনিবার, ইডেনে তিনজন ব্যক্তি মোবাইলে বেটিং চালাতে গিয়ে সম্ভু দয়াল, মুকেশ গাড়ে, চেতন শর্মাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। দশটি ফোনও বাজেয়াপ্ত করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর মধ্য কলকাতা থেকে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের নাম অভিষেক সুউলকা, ও আয়ুর আলি। তাদের কাছে বেশ কয়েকটি ফোন, একটি ল্যাপটপ এবং ১ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। সুত্রে খবর, এরা কেউই এই রাজ্যের বাসিন্দা নয়।
বেটিংয়ের অভিযোগে কুন্দন সিং, সঞ্জয় সিং, মুকেশ মালি এবং সারজিল হোসেনকেও গ্রেফতার করে পুলিশ। কুন্দনের বাড়ি জোড়াবাগানের বৃন্দাবন বসাক স্ট্রিটে। মুকেশ ও সঞ্জয়ের বাড়ি বড়তলা এবং সঞ্জয়ের বাড়ি লেনে। কুন্দনের বাড়িতে চলছিল বেটিংয়ের কারবার। সেখান থেকে চারটি মোবাইল, দুটি কম্পিউটার, এবং দুলক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ।