আরশদীপের ট্রোলারদের উপর রেগে গেলেন হরভজন, কটাক্ষের সুরে বললেন – মানুষের লজ্জা নেই…

সুপার-৪ এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারের পর থেকে নানা মাধ্যমে সমালোচনার শিকার হচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। বিরাট কোহলি ব্যতীত পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় কোন ব্যাটসম্যান লম্বা ইনিংস খেলতে…

Avatar

সুপার-৪ এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারের পর থেকে নানা মাধ্যমে সমালোচনার শিকার হচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। বিরাট কোহলি ব্যতীত পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় কোন ব্যাটসম্যান লম্বা ইনিংস খেলতে না পারায় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন উঠেছে। তবে এই ম্যাচে ক্যাচ ছেড়ে ক্রিকেটপ্রেমীদের রোষের মুখে পড়েছেন ভারতের তরুণ ক্রিকেটার আরশদীপ সিং। যদিও ওই ম্যাচ শেষে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার তার সমর্থনে কথা বলেছেন।

এই তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার আরশদীপ সিংয়ের সমর্থনে বিবৃতি দিতে গিয়ে জানিয়েছেন, “তরুণদের সমালোচনা করা বন্ধ করুন। কেউ ইচ্ছাকৃতভাবে একটি ক্যাচ ড্রপ করে না। আমরা আমাদের ছেলেদের জন্য গর্বিত। পাকিস্তান ভালো খেলেছে। এই প্ল্যাটফর্মে ভালো ফরমেন্স করা মোটেও সস্তা নয়। আরশদীপ সিং দলের জন্য আসল সোনা।”

হরভজন সিংয়ের পাশাপাশি আরশদীপ সিংয়ের সমর্থনে নেমেছেন ভারতীয় প্রাক্তন ওপেনার এবং বর্তমান ক্রিকেট ধারাভাষ্যকার আকাশ চোপড়া। আকাশ আরশদীপ সিংয়ের সমর্থনে তিনি তার টুইটারে ডিপি পরিবর্তন করেছেন। পাশাপাশি টুইটারে একটি নতুন প্রোফাইল ফটো তথা আরশদীপের ছবি আপলোড তাকে সমর্থন করেছেন।

আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানের বিপক্ষে ভারতের হয়ে ১৮তম ওভারে রবি বিষ্নুই বল করছিলেন। তার ওভারের তৃতীয় বলে পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলীর সহজ ক্যাচ মিস করেন আরশদীপ সিং। আরশদীপ যখন ক্যাচ মিস করেন তখন রানের খাতা খুলতে পারেননি আসিফ। এরপর জীবনদানের সুযোগ নিয়ে পাকিস্তানের হয়ে ম্যাচ জেতানোর জন্য মূল্যবান ইনিংসটি খেলেন তিনি। তিনি মাত্র ৮ বলে ২টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ১৬ রান করেন। আর আরশদীপের এই চরম ভুলে ম্যাচ হাতছাড়া হয় ভারতের।