Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আমাদের ছেলেরা যদি ফু দেয় তাহলে বিজেপি কর্মী সমর্থকরা উড়ে যাবে, হুঁশিয়ারি অরূপ রায়ের

Updated :  Tuesday, February 2, 2021 11:12 PM

এবার বিজেপিকে সরাসরি হুমকি দিলেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, “তৃণমূলের ছেলেরা যদি মারতে শুরু করে তাহলে বিজেপি বাংলা কেনো অনেক দূরে চলে। আমাদের ছেলে যা রয়েছে তাতে আমরা ফু দিয়ে উড়িয়ে দিতে পারব বিজেপি কর্মী সমর্থকদের।” বিজেপির যোগদান মেলায় রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) সহ অন্যান্য তৃণমূল নেতাদের বিজেপি যোগদানের বিষয়ে কটাক্ষ করলেন অরূপ রায়।

তারপরে বাঁকড়ায় বিজেপি কর্মী সমর্থক রা আহত হয়েছিলেন। সেই বিষয়ে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীদের উপরে। অরূপ রায় সেই প্রসঙ্গে জানিয়েছেন, “এখানে কোনো রকম উত্তাপ নেই। শুধুমাত্র বিজেপির লোকজন ঝামেলা করছে। তাদের দলের লোকেরা কিছু করছে না।”

অরূপ রায় হুমকি দিয়েছেন, “আমাদের ছেলেরা যদি মারতে আরম্ভ করে তাহলে বাংলা কেন বাংলার বর্ডার ছাড়িয়ে চলে যাবে ওরা। আমাদের ছেলেরা ফু দিলে উড়ে যাবে।”এই প্রসঙ্গে বালির বিধায়ক তথা বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া ( Baishali Dalmiya) বললেন, “আমি এর আগেও বলেছি, হাওড়ার একদল দুষ্কৃতী পিছনে জেলার একটি নেতৃত্ব রয়েছে। এবার আমার কথা সত্যি প্রমাণিত হলো। জেলার দুষ্কৃতীরা সামনে চলে এসেছে।”