Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অশ্বিনের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ, টিএনপিএলে বিশৃঙ্খলা, প্রমাণ পেলে বড় ব্যবস্থা নেওয়া হবে

Updated :  Monday, June 16, 2025 8:01 PM
r ashwin

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরও বিতর্ক যেন পিছু ছাড়ছে না আর অশ্বিনের। ভারতের অন্যতম সেরা স্পিনার এবার জড়ালেন বল টেম্পারিং বিতর্কে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (TNPL) মাদুরাই প্যান্থার্স ফ্র্যাঞ্চাইজির তরফে তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য।

ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরেই নির্ভরতার প্রতীক ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটে-বলে একাধিক ম্যাচে পার্থক্য গড়ে দেওয়া এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে অসাধারণ কৃতিত্বের অধিকারী। গত বছর বর্ডার-গাভাস্কার ট্রফি শেষেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। কিন্তু তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ফের একবার তাঁর নাম উঠে এল বিতর্কের কেন্দ্রবিন্দুতে।

কী অভিযোগ আনা হয়েছে?

মাদুরাই প্যান্থার্স দাবি করেছে, ম্যাচ চলাকালীন বল টেম্পারিং করেছেন অশ্বিন। ফ্র্যাঞ্চাইজির বক্তব্য, অশ্বিন বল ভারী করতে একটি রাসায়নিকযুক্ত তোয়ালে ব্যবহার করেছিলেন। বল ব্যাটে লাগার সময় ‘ধাতব শব্দ’ শোনাও গেছে বলে অভিযোগ। শুধু অশ্বিনই নন, তাঁর ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে।

টিএনপিএলের প্রতিক্রিয়া কী?

এই অভিযোগ গ্রহণ করেছেন TNPL-এর সিইও প্রসন্ন কান্নান। তিনি জানিয়েছেন, “মাদুরাই প্যান্থার্স একটি অভিযোগ দায়ের করেছে, যা আমরা গ্রহণ করেছি। যদিও নিয়ম অনুযায়ী, ম্যাচ শেষের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযোগ জমা দিতে হয়, আমরা অভিযোগ গ্রহণ করেছি এবং প্রমাণ চেয়েছি।” তিনি আরও বলেন, “যদি অভিযোগের মধ্যে কোনও সত্যতা থাকে, তাহলে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে। তবে যথাযথ প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়।”

কী হতে পারে পরবর্তী পদক্ষেপ?

এই মুহূর্তে TNPL কর্তৃপক্ষ মাদুরাই প্যান্থার্সের পক্ষ থেকে ভিডিও ফুটেজ বা অন্যান্য উপযুক্ত প্রমাণের অপেক্ষায়। যদি ফ্র্যাঞ্চাইজি কোনও প্রমাণ দিতে না পারে, তবে তারাই পড়বে শাস্তির মুখে। সেক্ষেত্রে টুর্নামেন্ট কমিটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনতে পারে।

এই অভিযোগ কতটা গুরুতর?

ক্রিকেটে বল টেম্পারিং অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। আন্তর্জাতিক ক্রিকেটে বহুবার এই নিয়ে বিতর্ক হয়েছে। একাধিক ক্রিকেটারের ক্যারিয়ার পর্যন্ত বিপন্ন হয়েছে এই অভিযোগে। ফলে TNPL-এ এমন এক অভিজ্ঞ আন্তর্জাতিক তারকার বিরুদ্ধে অভিযোগ উঠলে তা নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক।

জানুন ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর:

১. কেন অশ্বিনের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে?
বল ভারী করার জন্য একটি রাসায়নিক তোয়ালে ব্যবহার করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

২. কে এই অভিযোগ করেছে?
মাদুরাই প্যান্থার্স নামে TNPL-এর একটি ফ্র্যাঞ্চাইজি অভিযোগ করেছে।

৩. TNPL কর্তৃপক্ষ কী বলেছে?
তারা অভিযোগ গ্রহণ করেছে এবং প্রমাণ চেয়েছে। সত্যতা পেলে তদন্ত কমিটি গঠন করা হবে।

৪. যদি প্রমাণ না মেলে তাহলে কী হবে?
সেক্ষেত্রে মাদুরাই ফ্র্যাঞ্চাইজিকে শাস্তির মুখোমুখি হতে হতে পারে।

৫. অশ্বিন কি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিয়েছেন?
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।