নেতৃত্ব বদলালেও ফলাফল বদলাইনি ভারতীয় ক্রিকেটে। রোহিত শর্মার হাত ধরে এশিয়া কাপে শিরোপা অর্জনের স্বপ্ন দেখেছিল টিম ইন্ডিয়া। তবে সেই স্বপ্ন কার্যত দূঃস্বপ্নে পরিণত করেছে পাকিস্তান এবং শ্রীলংকা। সুপার-৪ এর গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে পাকিস্তানের কাছে ৫ উইকেটে পরাজয় এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ৬ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে এশিয়া কাপের মেগা আসর থেকে বাড়ি ফেরা কার্যতনিশ্চিত টীম ইন্ডিয়ার। তবে ভারতের সামনে এখনও সূক্ষ্ম সমীকরণ উপলব্ধ রয়েছে, যার মাধ্যমে চলতি বছর এশিয়া কাপের ফাইনাল খেলতে পারে রোহিত শর্মারা।
টানা দুই ম্যাচে জয় নিশ্চিত করে প্রথম দল হিসেবে চলতি বছর এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলংকা। বর্তমানে সুপার-৪ এর পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে রয়েছে তারা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৫ উইকেটে পরাজিত করে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ফাইনালে প্রবেশের জন্য এখনও ২ ম্যাচ খেলার সুযোগ পাবে বাবর আজমরা। তবে যদি পাকিস্তান নিজেদের বাকি থাকা দুটি ম্যাচ তথা শ্রীলংকা এবং আফগানিস্তানের বিরুদ্ধে পরাস্থ হয় সেক্ষেত্রে ফাইনালে জায়গা নিশ্চিত করতে পারবে টিম ইন্ডিয়া।
তবে ফাইনালের প্রবেশের জন্য নিজেদের বাকি থাকা একটি ম্যাচে যথা সম্ভব ব্যবধানে জয় নিশ্চিত করে রান রেট বাড়াতে হবে। আজ এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে আফগানিস্তান। আজকের ম্যাচে পাকিস্তান জয় নিশ্চিত করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা চলতি বছর শ্রীলংকার বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে লড়াই করবে। তবে সূক্ষ্ম সূযোগে ভারতকে এশিয়া কাপের ফাইনালে উঠতে হলে এখন শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে ১৭৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় ভারত। তবে ৬ উইকেট হাতে রেখে জয়ের জন্য বিশাল লক্ষ্য মাত্রা অর্জন করে নেয় লঙ্কান বাহিনী।