Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

UAE-র বিরুদ্ধে টিম ইন্ডিয়ার Playing 11 কেমন হবে? কোন সুপারস্টার OUT, ভক্তদের হৃদয় ভাঙতে পারেন সূর্যকুমার

Updated :  Wednesday, September 10, 2025 9:21 AM
Asia Cup 2025

শিয়া কাপ ২০২৫ শুরু হয়েছে দুর্দান্ত উত্তেজনার মধ্যে। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান হংকংকে হারিয়ে সবার নজর কেড়েছে। আর এবার মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল। বুধবার, ১০ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতের (UAE) বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। গ্রুপ এ-তে এটি ভারতের অভিষেক লড়াই। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এই প্রথম সীমিত ওভারের ক্রিকেটে নামতে চলেছে নীল জার্সির দল।

স্যামসন বনাম গিল: প্রথম একাদশে কারা থাকবেন?

ভারতীয় শিবিরে ম্যাচের আগেই সবচেয়ে বড় আলোচনার বিষয়—সঞ্জু স্যামসন কি সুযোগ পাবেন? শুভমান গিলকে সহ-অধিনায়ক করা হয়েছে এবং ওপেনিংয়ে তাঁর স্থান কার্যত নিশ্চিত। অন্যদিকে, অভিষেক শর্মা সাম্প্রতিক পারফর্ম্যান্সে নজর কেড়েছেন। তাই অভিষেক এবং গিল জুটি দিয়েই ইনিংস শুরু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্যামসন গত বছর তিনটি সেঞ্চুরি করে আলোড়ন তুলেছিলেন। তবে ইংল্যান্ড সিরিজে তাঁর ব্যাট কথা বলেনি। উইকেটরক্ষক হিসেবে জিতেশ শর্মার নামই এখন বেশি গুরুত্ব পাচ্ছে, কারণ ফিনিশার হিসেবে তিনি কার্যকর প্রমাণিত হচ্ছেন।

কুলদীপ যাদব নিয়ে সংশয়

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বেঞ্চে বসে থাকতে হয়েছে কুলদীপ যাদবকে। এবারও তাঁর খেলার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত মনে করছেন, ভারত হয়তো অতিরিক্ত একজন অলরাউন্ডার নামাবে। তাঁর মতে, শিবম দুবে সেই জায়গায় সেরা বিকল্প হতে পারেন। যদিও সুযোগ থাকলে তিনি কুলদীপকে দলে নিতেন বলেও জানিয়েছেন।

শ্রীকান্তের সম্ভাব্য একাদশ

শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে সম্ভাব্য একাদশ ঘোষণা করেছেন। তাঁর পছন্দের লাইনআপ হলো—
অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পান্ড্য, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী।

ভারতীয় দলের সামনে বড় সুযোগ

চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই এশিয়া কাপ ভারতের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। প্রতিপক্ষ যদিও তুলনামূলকভাবে দুর্বল, তবুও গ্রুপ পর্বে সহজভাবে পয়েন্ট তুলতে চাইবে রোহিত শিবির। সীমিত ওভারের ক্রিকেটে ছন্দে ফেরা এবং বিশ্বকাপের আগে সেরা সমন্বয় খুঁজে পাওয়াই হবে দলের মূল লক্ষ্য।