Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অস্ট্রেলিয়ার একদিনের দলে ক্যাপ্টেন ধোনি, টেস্টে বিরাট

Updated :  Tuesday, December 24, 2019 6:20 PM

২০১০ থেকে ২০১৯ এই দশকের সেরা ক্রিকেট দলের নাম ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। একদিনের ক্রিকেটে ১১ জনের দলে অধিনায়ক হিসেবে আছেন মহেন্দ্র সিংহ ধোনি। ধ্বনি ছাড়াও আরও দুই ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা রয়েছেন একদিনের ক্রিকেট দলে। এই দলে রয়েছেন আফগানিস্তানের রাশিদ খান ও বাংলাদেশের শাকিব আল হাসানের মতো ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা থেকে রয়েছেন দুই ক্রিকেটার হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স। তাৎপর্যপূর্ণভাবে অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে রয়েছেন শুধুমাত্র মিচেল স্টার্ক।

আরও পড়ুন : ক্যালেন্ডারে বিরাটকে ছাপিয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান রোহিতের

দশকের সেরা একদিনের দল

মহেন্দ্র সিংহ ধোনি(অধিনায়ক ও উইকেটরক্ষক), রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এ বি ডিভিলিয়ার্স, শাকিব আল হাসান, জস বাটলার, রশিদ খান, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা।

অপরদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে প্রকাশ করা দশকের সেরা টেস্ট দলে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন বিরাট কোহলি। তিনি আবার অধিনায়ক নির্বাচিত হয়েছেন। দলে ইংল্যান্ড থেকে রয়েছেন চারজন ক্রিকেটার, অস্ট্রেলিয়ার তিনজন, দক্ষিণ আফ্রিকার দুজন এবং নিউজিল্যান্ডের একমাত্র ক্রিকেটার কেন উইলিয়ামসন।

দশকের সেরা টেস্ট দল

বিরাট কোহলি (অধিনায়ক), অ্যালেস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, এ বি ডিভিলিয়ার্স(উইকেটরক্ষক), বেন স্টোকস, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, নাথন লিয়ন, জেমস অ্যান্ডারসন।