মাত্র ২১ হাজার টাকা দিয়ে বুক করুন Tata Punch.ev, আছে প্রচুর অত্যাধুনিক ফিচার
Punch EV গাড়িটি একচার্জে ৩০০ কিমি থেকে ৬০০ কিমি পর্যন্ত রেঞ্জ দেবে
মধ্যবিত্তদের জন্য এবারে নতুন সুখবর নিয়ে আসতে চলেছে টাটা। অনেকে শখের বসে নিজের সারা জীবনের সঞ্চয় দিয়ে গাড়ি কিনলেও, এখন তেলের মূল্যবৃদ্ধি যেভাবে শুরু হয়েছে তাতে গাড়ি চালানো দায়ের হয়ে উঠেছে। সেই কারণে সব সময় ভেবেচিন্তে এখন গাড়ি কেনার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের কথা ভেবেই এবারে ভারতের মাটিতে নতুন অবতারে আসতে চলেছে Tata কোম্পানির নতুন ইলেকট্রিক রেঞ্জ। টাটা সম্প্রতি টাটা নেক্সন এবং নেক্সন ইভি ফেসলিফ্ট লঞ্চ করেছে। আর সেই ধারা বজায় রেখেই Tata Motors ভারতে তাদের নতুন ইলেকট্রিক SUV, Punch EV লঞ্চ করেছে। এই গাড়িটি acti.ev আর্কিটেকচারে তৈরি, যা টাটার প্রথম ইলেট্রিক গাড়ি নির্মাণের জন্য ডিজাইন করা হয়েছে।
নতুন Punch EV গাড়িতে বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে, যার মধ্যে রয়েছে LED হেডল্যাম্প এবং টেইলল্যাম্প, ৬ টি এয়ারব্যাগ, ক্রুজ কন্ট্রোল, 360-ডিগ্রি ক্যামেরা ইত্যাদি। এছাড়া এতে ১৭.৭৮ সেমি হারমান ইনফোটেইনমেন্ট, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, সানরুফ অপশন, আর১৬ ডায়মন্ড কাট অ্যালয় হুইল, এয়ার পিউরিফায়ার, একিউআই ডিসপ্লে, অটো ফোল্ড ওআরভিএম, ১৭ সেমি। কোম্পানি এই বৈদ্যুতিক এসইউভিতে ডিজিটাল ককপিট, হারমান ২৬.০৩ সেমি এইচডি ইনফোটেইনমেন্ট, ডুয়াল টোন বডি কালার ইত্যাদি বৈশিষ্ট্য দেখা যাবে।
এই গাড়িটি AC চার্জিংয়ের জন্য ৭.২kW থেকে ১১kW পর্যন্ত অন-বোর্ড চার্জার এবং DC দ্রুত চার্জিংয়ের জন্য ১৫০kW চার্জারকে সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে। দাবি করা হয়েছে যে টাটা পাঞ্চ ইলেকট্রিক মাত্র ১০ মিনিটের দ্রুত চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এছাড়া এটি এক চার্জ করলে ৩০০-৬০০ কিমি অব্দি রেঞ্জ দিতে পারে। এই গাড়িটির অন্যতম আরেকটি বড় সুবিধা হল এর ৫ স্টার NCAP সেফটি রেটিং। NCAP হল একটি স্বাধীন সংস্থা যা গাড়িগুলির নিরাপত্তা পরীক্ষা করে। ৫ স্টার রেটিং হল সবচেয়ে উচ্চতর নিরাপত্তা রেটিং। টাটা মোটরস শুধু পাঞ্চ ইলেকট্রিকের বিস্তারিত তথ্য দিয়েছে। এর বুকিং শুরু হয়েছে। তবে এর দাম কী হবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি। আপনিও যদি Punch.ev নিতে চান, তাহলে ২১ হাজার টাকা টোকেন দিয়ে বুক করতে পারেন। আপনি ডিলারশিপ এবং অনলাইন উভয় প্ল্যাটফর্ম থেকে এই গাড়িটি বুক করতে পারেন।