অভনীত কৌর হিন্দি টেলিভিশন জগতের একটি পরিচিত মুখ। মাত্র ২০ বছর বয়সেই অভিনেত্রী হিসেবে সাফল্য অর্জন করেছেন তিনি। অনেক ছোট বয়সেই অভিনয় জগতের সাথে পরিচয় ঘটেছে তার। ২০১০ সালে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন তিনি। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ দিয়েই শুরু করেছিলেন অভিনেত্রী। তবে মাঝপথে সেই রিয়্যালিটি শো থেকে বাদ পড়ে যান অভনীত। তবে তারপরেই এই অভিনয় দুনিয়ায় পা রাখেন তিনি। অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখার পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি, সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
বর্তমানের তরুণ সাহসী অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতাতেও কম অ্যাক্টিভ নন তিনি। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা ৩২.৮ মিলিয়ন ছাড়িয়েছে। অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটেও প্রায়ই অংশ নিতে দেখা যায় তাকে। সম্প্রতি একেবারে ক্যাজুয়াল হট লুকেই দেখা মিলেছে তার। এই মুহূর্তে সেই লুকের জন্যই চর্চায় অভনীত।
সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের একটি রিল ভিডিও শেয়ার করে নিয়েছেন, আর সেই ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় অভনীত। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে একটি ব্লু ডেনিমের শর্টস্ ও স্লিভলেস ক্রপটপ পরে থাকতে দেখা গিয়েছে। চুলে কার্লিং করার পাশাপাশি পায়ে হাই হিলও ছিল তার। একেবারে ক্যাজুয়াল লুকেই নিজের অ্যাপার্টমেন্টে নিজের এই ভিডিওটি করেছেন অভিনেত্রী, তা অবশ্য ভিডিওতে নজর রাখলেই বোঝা যাবে। কখনো আয়নার সামনে দাঁড়িয়ে, আবার কখনো ফোনের ক্যামেরার সামনে নিজের লুক শো-অফ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ভিডিওতে তার চোখে মুখে ছিল বোল্ডনেসের ছাপ, যা নিঃসন্দেহে নজর কেড়েছে ভক্তদের। এই মুহূর্তে বলাই বাহুল্য, অনেকেই তার রূপে আবারো মুগ্ধ হয়েছেন। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। আর সেই কারণবশতই আপাতত একাংশের মাঝে চর্চায় তিনি।














David Beckham’s Former Assistant Reacts to Brooklyn Beckham’s Bombshell Statement